দেবলীনা নন্দীর ঝুলিতে বর্ষ সেরা সম্মান, বিতর্ক কি বাড়াল জনপ্রিয়তা?

দেবলীনা নন্দী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার ‘টক অফ দ্যা টাউন’ গায়িকা দেবলীনা নন্দী। শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তবে পাশে ছিলেন বন্ধুরা। তাদের জন্যই প্রাণ ফিরে পেয়েছেন গায়িকা।

শুধু দাম্পত্য জীবনে নয়, কর্মজীবন নিয়ে দুশ্চিন্তা ছিলেন দেবলীনা। এমনটাই জানা যায় তার ব্লগের মাধ্যমে। তবে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছেন তিনি। স্বামী প্রবাহের বিতর্কে একদল তার দিকেই কাঁদা ছোড়েন। সেসব পিছনে সরিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন গায়িকা।

তবে নেটিজেনদের দাবি, বিতর্ক যেন দেবলীনার জনপ্রিয়তা দ্বিগুণ বাড়িয়ে তুললো। হাসপাতাল থেকে ছাড়া পেতেই একের পর এক শোয়ের ডাক পাচ্ছেন তিনি। এমনকি রানা সরকারের প্রযোজনার নতুন ছবি মহুয়ার বায়োপিকে প্লে ব্যাকের সুযোগ পেয়েছেন।

এবার আরও এক শিরোপা অভিনেত্রীর ঝলেতে। সম্প্রতি বছরের সেরা সম্মান পেলেন। কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল বছরের সেরা সম্মান অ্যাওয়ার্ড। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরদের হাতে তুলে দেওয়া হয় সেই সম্মান। বাদ পড়েনি দেবলীনাও। বর্ষ সেরা পুরস্কার পেয়ে বেজায় খুশি গায়িকা।