গায়িকা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দীর আত্মহত্যা এখন সমাজের বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। সমাজ মাধ্যম যেন বিচার বসেছে তাকে ঘিরে। কেউ অভিনেত্রীর বেদনায় ব্যথিত তো আবার কেউ বসেছেন প্রশ্নের ডালি নিয়ে।
সহানুভূতির বদলে কটাক্ষের ঝড় উঠেছে গায়িকাকে ঘিরে। কারো মতে গায়িকার মা লাইভে এসে মিথ্যে বলছেন। ৭৮ টা ঘুমের ওষুধ, রেজেস্ট্রি নিয়ে নাকি দেবলীনার পরিবার একাধিক মিথ্যা বলছেন, আবার কারো প্রশ্ন, ‘একজন মাচা সিঙ্গারকে নিয়ে এত আলোচনা কেন?” এমনটাই কটাক্ষ করছেন একদল নেটিজেনরা। এবার লাইভে এসে সমালোচকদের কড়া জবাব দিলেন গায়িকার দিদি।
দেবলীনার দিদি জানান, শর্মিষ্ঠা জানান, ‘আমার অনেকেই প্রশ্ন করেছে আমি যদি ওর দিদি হই তাহলে আমাকে আগে দেখা যায়নি কেন? অনেকে যারা ওর পুরনো ভিডিও দেখেছেন আমাকে তারা চেনেন। ওর পক্ষে সম্ভব হত না আমাদের সবসময় দেখানো।”
দেবলীনা দিদি এরপর স্পষ্ট জানায়, দেবলীনা নন্দী শুধুমাত্র মাচা সিঙ্গার নয়, আর মাচা তো দেব থেকে প্রসেনজিৎ সবাই করে তাহলে ওরা কি মাচা অভিনেতা? সবটা না জেনে আপনারা বোনকে নিয়ে বাজে কথা লিখছেন আর ও হাসপাতালে সেসব দেখে মানসিক ভাবে ভেঙে পড়ছে। আমার তো ভয় করছে এসব শুনে আবার কিছু করে না বসে।’
রেজেস্ট্রি নিয়ে শর্মিষ্ঠা জানান, অনেকে বলছেন রেজিস্ট্রির ছবি সমাজ মাধ্যমে ঘুরছে আমরা মিথ্যা বলছি তেমনটা একদমই নয়। সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম না, কিন্তু সায়ক সহ অনেকে উপস্থিত ছিল। পরে যখন রেজিস্ট্রি কাগজ হাতে পাওয়ার কথা তখন প্রবাহের ফিঙ্গারপ্রিন্ট মিলছে না তারা জানান। এরপর একাধিক বাড় রেজিস্ট্রি করানোর চেষ্টা হয়েছিল কিন্তু ওরা করতে দেয়নি।”

