প্রখ্যাত ফুটবলারের নাতনি হয়েও সিরিয়ালে ফুটবলার চরিত্রে অভিনয়ের সময় দাদুর কাছ থেকে প্রশিক্ষণ নয়, নিজের প্রতিভাতেই জনপ্রিয়তা পান দেবাদৃতা বসু

অভিনেত্রী দেবাদৃতা বসু

অভিনেত্রী দেবাদৃতা বসু, যিনি এই মুহূর্তে মিঠিঝোরা ধারাবাহিকে নীলু চরিত্রে অভিনয় করছেন। একের পর এক সিরিয়ালে নিজের অভিনয় সত্ত্বার পরিচিয় দিয়ে এসেছে। তার প্রথম ডেবিউ সিরিয়াল ছিল ‘জয়ী’। তখন তার বয়স মাত্র ১৮।

কম বয়সে একজন ফুটবলার চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন দেবাদৃতা। তার অভিনয় দেখে বোঝার উপায় ছিল সেই তার প্রথম অভিনয়। এই ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিলেন দেবাদৃতা। এরপর তাকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি।

তবে জানেন কি, শুধু পর্দায় জয়ী ফুটবলার নয়, বাস্তবে দেবাদৃতার পরিবারের সঙ্গে যোগসূত্র রয়েছে ফুটবলের। দেবাদৃতার দাদু একজন প্রখ্যাত ফুটবলার। চেনেন তাকে?

তিনি হলেন বিখ্য়াত ফুটবলার বিদেশ বসু। হ্যাঁ, বিদেশ বসু’র নাতনি দেবাদৃতা। মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ছিলেন তিনি। তবে দাদু বিখ্যাত ফুটবলার হওয়া সত্ত্বেও জয়ী ধারাবাহিকে তার কাছ থেকে কোনও প্রশিক্ষণ নেননি দেবাদৃতা। বরং নিজের প্রতিভায় আর কঠোর পরিশ্রমে ফুটবলারের মতো চরিত্রে পর্দায় ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন দেবাদৃতা।