দুঃসংবাদ! প্রয়াত ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা, শোকের ছায়া বিনোদন দুনিয়ায়

অভিনেতা দেব মুখোপাধ্যায়

চলতি বছরে ফিল্ম ইন্ডাস্ট্রি হারিয়েছেন দক্ষ কিছু শিল্পীদের। একের পর এক দুঃসংবাদে নেমে আসছে অন্ধকারের ছায়া। দোলের শুভ দিনেও ফের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে এলো ভয়ংকর ক্ষতি। এমন এক শিল্পীকে তারা হারালেন যা সত্যিই ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি।

প্রয়াত জনপ্রিয় অভিনেতা দেব মুখোপাধ্যায়। বলিউডে নেমে এলো শোকের ছায়া। চলে গেলেন কাজল মুখের্জির কাকা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। ‘এক বার মুসকুরাদো’, ‘আঁসু বান গে ফুল’, ‘কিং আঙ্কেল’, ‘কামিনে’ এবং ‘ম্যায় তুলসী তেরে অঙ্গন কি’-এর মতো ছবি দর্শকদের উপহার দিয়ে গেছেন।

deb mukherjee passed away

মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৩ বছর। শোনা গেছে, বেশ কিছুদিন ধরেই নাকি অসুস্থ ছিলেন তিনি। হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল তাঁকে। ১৪ই মার্চ সকাল ৯:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মুম্বইয়ে শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। শোকে স্তব্ধ গোটা মুখার্জি পরিবার।