কথায় আছে, মনের জোরই মানুষকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। তেমনই এক উদাহরণ দেখা গেল ‘ডান্স বাংলা ডান্স’ -এর মঞ্চে। ইতিমধ্যেই চলছে গ্র্যান্ড অডিশন পর্ব। আর অডিশন পর্বেই দর্শক তথা বিচারকদের মন জিতে নিলেন পূজা হালদার।
বিরল প্রতিভার অধিকারী পূজা আবারও প্রমাণ করে দিল যে ইচ্ছে থাকলে উপায় হয়। তার নাচ দেখে প্রথমে কেউই বুঝতে পারেনি যে পূজা আদতে কথা বলতে পারে না এমনকি কানেও শুনতে পায় না।
জন্মগত মূক-বধির বলে পূজাকে আর তার মাকে ছেড়ে চলে যান তার বাবা। এরপর একা হাতে পূজাকে মানুষ করে তার মা। শত কষ্টের মাঝেও নাচের প্রতি ভালোবাসা এতটুকু কমেনি পুজার। সেখান থেকে আজ ‘ডান্স বাংলা ডান্স’ -এর মঞ্চে পূজা।
ইতিমধ্যেই মূল পর্বের জন্য নির্বাচিত হয়েছে পূজা। লেডি লায়ন্স এবং ডিএসআর গ্রুপের হয়ে পারফরম্যান্স করতে দেখা যাবে তাকে। প্রথম দিনের পারফর্মেন্সেই ডিবিডি’র মঞ্চে ঝড় তুলেছেন পূজা।