মা শ্রীদেবীর জুতোয় এবার পা গলাতে চলেছেন কন্যা খুশি কাপুর

খুশি কাপুর

ওটিটি প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এর হাত ধরে প্রথমবার অভিনয় জগতে পা রেখেছেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর। তাকে দেখা যায় ‘নাদানিয়া’য় ইব্রাহিম আলি খানের সঙ্গে জুটি বাঁধতে।

তবে এবার কি মা শ্রীদেবীর জুতোয় পা গলাতে চলেছেন কন্যা খুশি কাপুর। আর সেই খবর রেড কার্পেটে ফাঁস করলেন বনি কাপুর। শ্রীদেবী অভিনীত ছবি ‘মম’ ভালো জনপ্রিয় ছিল পর্দায়। এবার তার ছবির সিক্যুয়েল নিয়ে ভাবছেন তিনি।

আর মেয়ে খুশি কাপুরের কথাই ভাবছেন বনি। তার কথায়, ‘ওদের মা এই ইন্ডাস্ট্রিতে ছাপ ফেলে গেছেন। খুশি আর  জাহ্নবী দুজনেই নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে। দুই মেয়ে মায়ের পথেই হেঁটে চলেছে। আমার বিশ্বাস ওরাও শ্রীদেবীর মতো জায়গা করে নেবে।’