দক্ষিণা কালী পূজার মন্ত্র ও উপকারিতা । Dakshin kali Mantra

দক্ষিণা কালী পূজার মন্ত্র

Dakshin kali Mantra ( দক্ষিণা কালী পূজার মন্ত্র ) In Bengali  

বাংলায় অনন্তকাল ধরে মা কালী বিভিন্ন রুপে পূজিত হয়ে আসছেন। তোড়ল তন্ত্র অনুসারে কালীর আটটি রুপ, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল দক্ষিণা কালী, শ্মশান কালী, মাতৃকাল এবং মহাকালী। এছাড়াও মায়ের আরও রুপ রয়েছে যেমন শ্যামা কালী, গুহ্য কালী, অষ্টকালী এবং ভদ্রকালী। আসুন আজকের আর্টিকেলে  দক্ষিণা কালী পূজার মন্ত্র এবং কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Read more: পাওয়ারফুল 51 টি মন্ত্র জপেই যেকোনো ইচ্ছে পূরণ

দক্ষিণা কালী (Dakshin kali )

মায়ের একাধিক রুপের মধ্যে  সবচেয়ে পরিচিত ও পূজ্য রূপ হল দক্ষিণা কালী। বেশিরভাগ মন্দিরেই দেবী এই রুপেই পূজিত হন। পুরানে রয়েছে দক্ষিণ দিকের অধিপতি হলেন যমরাজ, অর্থাৎ মৃত্যুর দেবতা। দেবী কালীর নাম শুনে যমরাজও ভয় পান  কারণ কালী মৃত্যুরও অধিষ্ঠাত্রী। তাই দেবীকে দক্ষিণা কালী বলা হয়।

দক্ষিণা কালীর ডান পা শিবের বুকে। তিনি কালীর অন্যান্য রূপ থেকে ভিন্ন এবং তাঁকে গৃহে, মন্দিরে পূজা করা হয়। দক্ষিণেশ্বরে যে রুপে কালীকে পুজো করা হয় তিনি হলেন দক্ষিণা কালী।

Read more: মহা মৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপেই বিপদ মুক্ত 

দক্ষিণা কালী পূজার মন্ত্র

দক্ষিণা কালী পূজার মন্ত্র (Dakshin kali Mantra) 

দক্ষিণা কালী পূজায় বিভিন্ন মন্ত্র ব্যবহৃত হয়।

১. দক্ষিণা কালিকা ধ্যান মন্ত্র :–

ওঁ করালবদনাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাম্। কালিকাং দক্ষিণাং দিব্যাং মুণ্ডমালাবিভূষিতাম্ ৷৷

সদ্যশ্ছিন্নশিরঃ-খড়্গ-বামাধোর্দ্ধ্ব করাম্বুজাম্। অভয়ং বরদঞ্চৈব দক্ষিণাধোর্দ্ধ্ব পাণিকাম্॥

মহামেঘপ্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম্। কণ্ঠাবসক্তমুণ্ডালী-গলদ্রুধির-চর্চ্চিতাম্॥

কর্ণাবতংসতানীত-শবযুগ্ম-ভয়ানকাং। ঘোরদংষ্ট্রাং করালাস্যাং পীনোন্নতপয়োধরাং॥

শবানাং করসংঘাতৈঃ কৃতকাঞ্চীং হসন্মুখীং। সৃক্কদ্বয় গলদ্রক্ত-ধারা-বিস্ফরিতাননাং॥

ঘোররাবাং মহারৌদ্রীং শ্মশানালয়বাসিনীং। বালার্ক-মণ্ডলাকার-লোচনত্রিতয়ান্বিতাং॥

দত্তরাং দক্ষিণব্যাপি মুক্তালম্বী কচোচ্চয়াং। শবরূপ-মহাদেব হৃদয়োপরি সংস্থিতাং॥

শিবাভির্ঘোররাবাভিশ্চতুৰ্দ্দিক্ষু সমন্বিতাং। মহাকালেন চ সমং বিপরীত-রতাতুরাং।।

সুখপ্রসন্নবদনাং স্মেরানন-সরোরুহাং। এবং সঞ্চিন্তয়েৎ কালীং ধৰ্ম্মকামার্থসিদ্ধিদাং॥

২. প্রার্থনা মন্ত্র :–

ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী,
ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।

৩. প্রণাম মন্ত্র :–

নমঃ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী।
ধর্ম্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমোহস্তুতে।
সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে।
শরণ্যে ত্রম্বকেগৌরি নারায়ণী নমোহস্তুতে।।

৪. পূজার মন্ত্র :–

ক্রীং ক্রীং ক্রীং হুঁ হুঁ হ্রীং হ্রীং দক্ষিণে কালিকে ক্রীং ক্রীং ক্রীং হুঁ হুঁ হ্রীং হ্রীং স্বাহা। এই দ্বাবিংশত্যক্ষর মন্ত্রকে বিদ্যারাজ্ঞী মন্ত্র বলে।l

Read more: বাবা লোকনাথ প্রণাম মন্ত্র নিয়মিত জপেই দূর হবে আর্থিক সমস্যা 

দক্ষিণা কালী পূজার মন্ত্রের উপকারিতা

দক্ষিণা কালী পূজার মন্ত্রের উপকারিতা (Benefits of Dakshina Kali Puja Mantra) 

বিশ্বাস করা হয়, ভক্তি ভরে দক্ষিণা কালী পূজা করলে ভক্তরা হাতে নাতে অনেক ফল পেয়ে থাকেন। এই মন্ত্র পাঠ করলে নেতিবাচক শক্তি দূর হয়, জীবনে বাধা-বিপত্তি কেটে যায় এবং জীবনে শান্তি ফিরে আসে। শত্রু বিনাশ হয়, বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।

Read more: রইল মহাভারতের বিশেষ উক্তি ও শ্রী কৃষ্ণের শাশ্বত বাণী

উপসংহারঃ

দক্ষিণা কালী মন্ত্র জপ করলে জীবনে সব বাধা অতিক্রম করে শান্তি লাভ করা যায়। তবে এই মন্ত্র খুব শক্তিশালী তাই জপ ও পূজা করার আগে পূজার সমস্ত নিয়ম মেনে তবেই করতে হবে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (Frequently Asked Questions)

প্র: মা কালীর ক’টি রুপ? 

উঃ মা কালীর আটটি রুপ।

প্র: মা কালীর রুপগুলি কি কি?  

উঃ দক্ষিণা কালী, শ্মশান কালী, মাতৃকাল এবং মহাকালী, শ্যামা কালী, গুহ্য কালী, অষ্টকালী এবং ভদ্রকালী।

প্র: দক্ষিণা কালী কেন বলা হয়?  

উঃ দক্ষিণদিক মৃত্যুর অধিকর্তা যমরাজের দিক। দেবী কালিকার নাম নিলে যমরাজ ভয় পান। তাই দেবী “দক্ষিণা” উপাধিতে ভূষিত।

প্র: দক্ষিণা কালীর মন্ত্র পাঠ করলে কি উপকার পাওয়া যায়?

উঃ জীবনে সব বাধা অতিক্রম করা যায় এবং শান্তি ফিরে আসে।