দাদাগিরি-মীরাক্কেলের পরিচালকের এই প্রথম ধারাবাহিক ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’! ‘বাঙালিয়ানার বার্তা নিয়ে আসছে এই সিরিয়াল’, বলছেন শুভঙ্কর

বোধিসত্ত্বর বোধবুদ্ধি

জি-বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’। এই ধারাবাহিকের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। এই প্রথম কোনও বাংলা ধারাবাহিকে কাজ করছেন তিনি। এর আগে ড্যান্স বাংলা ড্যান্স, দাদাগিরি, মীরাক্কেল এর মতো নন-ফিকেশন শোয়ে কাজ করেছেন। এছাড়াও বাংলার হাঁদা-ভোঁদা ছবি তার তৈরি। যেই সিনেমায় মিথুন চক্রবর্তী এবং অরিত্র দত্তবণিক অভিনয় করেছিলেন।

বোধিসত্ত্ব একটি ছোট বালক যার কাছ থেকে অনেক কিছু শিখবে বাঙালি। কখনো সে যুক্তি তর্কে বড়দের পিছনে ফেলে দেয় আবার কখনো সে কঠিন বিষয় খুব সহজ করে দেয়। এমনি এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’।

পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় কথায়, “বাঙালিয়ানার বার্তা নিয়ে আসছে এই সিরিয়াল। এমনকি বাঙালি যে জিনিসগুলি ভুলতে বসেছে, তা তুলে ধরা হবে এই গল্পে”।

ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমোতে ছোট খুদে শিল্পী দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রোমোতে আমরা দেখতে পেয়েছি ঘুরতে যাওয়ার জন্য বাড়ির সকলে তৈরি হচ্ছে।  বোধিসত্ত্বকে ডাকলে সে পাঞ্জাবি পড়ে হাজির হয়। তার মা তাকে এই পোশাক পড়ার কারণ জিজ্ঞাসা করলে, খুদে উত্তরে জানায়, বাঙালিদের ঘুরতে যাওয়ার আদর্শ পোশাক ধুতি আর পাঞ্জাবি।

source: tv9bangla

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here