বর্তমানে চীনের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে গোটা দেশে। বাবার এই অবদান চোখে জল এনে দিতে পারে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন বাবা তার মাত্র দুই বছরের ছোট শিশুকে সঙ্গে নিয়ে ডেলিভারি বয়ের কাজ করছে।
অভাবের সংসারে এই ছোট মেয়েটিকে দেখাশোনার জন্য কেউ নেই। তাই ডেলিভারির কাজে বেরানোর সময় বাবা সঙ্গে নিয়ে যান তাকে। চীনে বেজিংয়ের এই ব্যক্তির নাম লি। স্ত্রী ও দুই বছরের এই ছোট মেয়েকে নিয়েই তার সংসার।
বেজিংয়ে একটি ভাড়া বাড়িতে থাকেন তারা। অভাবের জন্যই স্বামী ও স্ত্রী দুজনকেই বাইরে কাজ করতে যেতে হয়। তাই ছোট মেয়েটিকে দেখার মতো কেউ নেই। সংসার চালানোর পাশাপাশি মেয়েকে উচ্চশিক্ষিত করে তুলতে চান তারা। তাই দুইজনেই কাজ করার সিধান্ত নেন।
দিনের বেলায় ছোট মেয়ের দেখভালের দায়িত্ব বাবার উপর এবং সন্ধ্যের পর থেকে তাঁর স্ত্রীর দায়িত্ব। তাই মেয়ের প্রায় ৬ মাস বয়স থেকেই বাধ্য হয়েই মেয়েকে সঙ্গে নিয়ে প্রত্যেকদিন এইভাবেই কাজ করতে বেড়ান বাবা।
চীনের একটি সংবাদ মাধ্যম সংস্থা সোশ্যাল মিডিয়াতে লি এর এই অবদানের ভিডিও তুলে ধরেন। তারপর থেকেই ছড়িয়ে পড়ে এই ভিডিও।
সংবাদ মাধ্যমকে লি জানান, “প্রথমে মেয়েটিকে বাইকের ডেলিভারি বক্সে নিয়ে যেতে ভয়ে লাগত। ধীরে ধীরে একটি ছোট্ট গদি, দুধ খাওয়ানোর বোতল ও ডায়পারও সঙ্গে নিয়ে আসতেন তিনি। ছোট মেয়েকে নিয়ে বাইকে এদিকে ওদিক ছোটাছুটি করতে খারাপ লাগে বাবার। কিন্তু বাধ্য হয়েই কাজ করতে হয়”।
লি আরও বলেন, তার মেয়ে খুব লক্ষ্মী। মেয়ে তাঁকে একফোঁটাও জ্বালাতন করে না। বরং মেয়ে সাথে থাকলে বাবার ক্লান্তি দূর হয়ে যায়, কাজে উৎসাহ পায় লি। মেয়েকে বড় করে তোলার জন্য বাবা-মায়ের স্ট্রাগল দেখে অবাক নেটদুনিয়া।
This delivery courier has the cutest colleague: his two-year-old daughter. pic.twitter.com/EYTQlVIrzL
— SCMP News (@SCMPNews) March 29, 2021