গায়ক হয়েও সাপোর্ট করেননি বাবা, নিজের চেষ্টাতেই আজ গায়িকা নচিকেতার মেয়ে ধানসিঁড়ি

ধানসিঁড়ি

গত কয়েক দশক ধরেই সঙ্গীত জগতে কিংবদন্তী গায়ক হলেন নচিকেতা চক্রবর্তী । তার গান শুনলে গায়ে কাঁটা দেয় শ্রোতাদের। কিন্তু নিজের মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তীর গানের ব্যাপারে গানের ক্ষেত্রে কোনো সাহায্য করেননি নচিকেতা।

সদ্য মুক্তি পেয়েছে ধানসিঁড়ি চক্রবর্তীর নতুন গান ‘তুমি ছাড়া’। তাছাড়া পুজোর আগে মুক্তি পাবে ইন্দ্রজিৎ দের কম্পোজিশন, পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়ের কথায় ধানসিঁড়ি চক্রবর্তীর প্রথম গানের সিঙ্গলস ‘দুনিয়া ডিজিটাল’।

নচিকেতা

ছোটবেলা থেকেই সুরের মধ্যে বড় হয়েছে ধানসিঁড়ি। গান রয়েছে তার রক্তে। এর আগে বাবার সাথে মঞ্চে গান গেয়েছেন সে। তবে এই গানের জন্য নিজেই নিজের পথ শুরু করে। বাবা নচিকেতার কাছ থেকে কোনরকম সাহায্য পাননি। ধানসিঁড়ি জানায়, “বাবা খুব ভাল লিসনার। বাবাকে যখন গানটা শোনানো হয়েছিল, বাবা বলেছিল, ‘এটা তোর ব্যাপার। কীভাবে গাইবি, তুই ঠিক করবি’। কোনও টিপস দেননি বাবা”।

নচিকেতা চক্রবর্তী জানান, তিনি কখনও চাননি মেয়ের গানে যেন কোনোভাবেই তাঁর না কোনো প্রভাব পড়ে।  ইতিমধ্যেই ‘মহানায়িকা’, ‘অলীক সুখ’-এর মতো ছবিতে গান গেয়েছেন ধানসিঁড়ি।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here