মারাত্মক রোগের শিকার বাবা, জন্মদিনে ঘড়ি নয় সময় চেয়েছিলেন! আবেগপ্রবণ মীর

মীর

মারাত্মক রোগের শিকার হয়ে লড়াই করছেন মীর আফসার আলির বাবা। অ্যালঝাইমার্স, ডিমেনশিয়া এক মারাত্মক রোগ যা, রোগী সহ তার চারপাশের মানুষগুলোকেও লড়াই চালিয়ে যেতে হয়। গতকাল ছিল ‘ওয়ার্ল্ড অ্যালঝাইমার্স অ্যাওয়ার্সনেস ডে’। বাবার স্মৃতি থেকেই অভিজ্ঞতা তুলে ধরলেন মীর।

গতকাল সোশ্যাল মিডিয়ায় বাবার একটি ছবি পোস্ট করেন এবং সচেতনতামূলক বার্তা শেয়ার করেন। মীর লেখেন, “আব্বার জন্মদিন ৪ঠা এপ্রিল। বছর পাঁচেক আগে আব্বাকে জিজ্ঞেস করেছিলাম, জন্মদিনে কী গিফ্ট চান তিনি।আমার খুব ঘড়ির শখ। নানান ধরণের মডেল। বিদেশী ঘড়ি আমার বিশেষ দুর্বলতা। তো আব্বাকে ভীষণ উৎসাহিত হয়ে বললাম, “আব্বা… এই বছর আপনার জন্য আমার তরফ থেকে ঘড়ি।” মুচকি হেসে আব্বা বললেন, “ঘড়ি নয় বাপি, আমায় একটু সময় দিস।”

মীর আরও বলেন, “এই ঘটনাটা আমার যতটা স্পষ্ট মনে আছে, আব্বার স্মৃতিতে সেটা ততটাই ঝাপসা। গত ৪ বছর ধরে dementia র সাথে লড়ছেন আমার আব্বা। কিছুই মনে থাকে না। দিন ক্ষণ সাল সময় ~ কোন কিছুরই জ্ঞান নেই বিশেষ। হ্যাঁ এখনও চিনতে পারেন আমায়। নাম ধরে ডাকেন। আব্বা বললে সাড়া দেন। চিকিৎসা চলছে। আমি আশাবাদী। ডাক্তারদের উপর আমার অগাধ বিশ্বাস”।

এরপর তিনি সতর্ক করে বলেন, “আজ ‘অ্যালঝাইমার্স অ্যাওয়ার্সনেস ডে’। আপনার বাড়ীতেও কি এমন কেউ আছেন যিনি কাজে মন দিতে পারছেন না, সব ভুলে যাচ্ছেন এক এক করে? অবহেলা করবেন না। দেরী করবেন না। তাঁদের দূরে ঠেলে দেবেন না। যাঁদের আজকাল মনে থাকে না, তাঁদের আরও বেশী করে মনে ধরে রাখুন। ভালো থাকবেন সবাই”।

বাবার উদ্দেশ্যে মীরের এই আবেগপ্রবণ বার্তায় চোখে জল এনে দিয়েছে নেটিজেনদের। তার পোস্টের কমেন্ট বক্সে বাবার দ্রুত আরোগ্য কামনা করলেন  সুদীপ্তা চক্রবর্তী,  সুদীপ্তা চক্রবর্তী সহ আরও অনেকে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here