দ্য শো মাস্ট গো অন! ‘বাবার মৃত্যুর খবর পেয়েও বাড়ি যেতে পারিনি’, আক্ষেপ অভিনেত্রী শ্বেতা মিশ্রের

অভিনেত্রী শ্বেতা মিশ্র

স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। যিনি এর আগে ইচ্ছেপুতুল ধারাবাহিকে ময়ূরী এবং ধুলোকণা ধারাবাহিকে চড়ুই চরিত্রে দারুণ জনপ্রিয়তা লাভ করেছিলেন।

শ্বেতা টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন নয়, অনেকদিন ধরেই রয়েছেন। অভিনয় জগতে প্রথম হাতেখড়ি বড়পর্দা থেকে। তারপর ছোটপর্দায় প্রবেশ। ধুলোকণা ধারাবাহিকের আগে ‘জাহানারা’য় ধারাবাহিকে অভিনয় করেছেন। এই ধারাবাহিকে অভিনেত্রী পায়েল দে’র সঙ্গে স্ক্রিন ভাগ করতে দেখা যায়।

একজন সফল অভিনেত্রী হলেও অভিনয় জীবনে তার কিছু আক্ষেপ রয়ে গেছে। একসময়  ‘Tolly Time’ -এর এক সাক্ষাৎকারে  অভিনেত্রী শ্বেতা মিশ্র নিজের জীবনে কিছু দুঃখজনক কথা শেয়ার করেছিলেন। অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি যখন ‘জাহানারা’য় ধারাবাহিকে শুটিং করছিলেন, ঠিক সেই সময় তাঁর বাবার মৃত্যুর খবর আসে। বাবার মৃত্যুর খবর পেয়ে দৌড়ে যেতে পারেননি। শুটিং শেষ করে বাড়িতে গিয়েছিলেন। এমনকি পরের দিন শুটিং আসতে হয়। ১৩ দিন পর বাড়ি গিয়ে কাজ করেছিলেন”। এই খারাপ সময়টা তিনি পাশে পেয়েছিলেন তাঁর মা এবং পার্টনারকে। সেই সময়গুলো পরে তাঁর জন্য সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়ায়।