দুই সিরিয়ালের রাজকীয় বিয়ে! ‘বোঝে সে বোঝে না’র বিয়ের রেকর্ড কি ভাঙতে পারল চিরদিনই তুমি যে আমার?

চিরদিনই তুমি যে আমার

এতদিন ধরে দর্শকের কাছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর্য-অপর্ণার বিয়ের পর্বটি বহু প্রতীক্ষিত। তবে বিয়ের এই পর্ব নিয়ে দর্শকের একাংশের যে উচ্চ প্রত্যাশা ছিল তা অনেকটাই নাকি পূরণ হয়নি।

আর্য-অপর্ণার প্রোপোজ এপিসোডটি যেমন রাজকীয়ভাবে করা হয়েছিল তা দেখে দর্শকের মনে হয়েছিল যে বিয়ের পর্বগুলি হয়ত তার থেকেও ছাপিয়ে যাবে। দর্শকের ধারনা ছিল বিয়ের আয়োজনও হবে একেবারে আড়ম্বরপুর্ণ। কিন্তু বাস্তবে সেটা কিছুটা একঘেয়ে, সাধারণ মনে হয়েছে কিছু দর্শকের। শুধু বিয়ের আয়োজন নয়, আরও একটা বিষয় হতাশ করেছে দর্শককে। তা হল বিয়ের নানা আচার অনুষ্ঠানের পর্বগুলো বেশ তাড়াতাড়ি শেষ করা হয়েছে।

তবে বেশিরভাগ দর্শকের মত এরআগে বাংলা ধারাবাহিকে এমন বিয়ে দেখা যায়নি। বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান যেভাবে স্পষ্ট ফুটিয়ে তোলা হয়েছে তা আগে আর কোন ধারাবাহিকে লক্ষ্য করা যায়নি। কিছু বিষয়ে অভিযোগ থাকলেও, অবশেষে আর্য-অপর্না একে অপরকে জীবনসঙ্গী হিসাবে গ্রহন করার দৃশ্যটি দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা দখল করেছে।

বহু আগে স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের অরণ্য-পাখির বিয়ের পর্ব ঘিরেও দর্শকদের মধ্যে ঠিক এমনটাই মানদন্ড তৈরি হয়েছিল। বাংলা টেলিভিশনের পর্দায় অরণ্য-পাখির রাজকীয় বিয়ের মুহুর্ত আজও স্মরনীয়।

আর্য-অপর্ণার বিয়ের পর্বটিও তেমন মানদন্ডের কাছাকাছি পৌছানোর প্রতিশ্রুতি দিয়েছিল। দুই ধারাবাহিক ঘিরে তুলনায় যেতে হলে অরণ্য-পাখির বিয়ের পর্বের থেকে কিছু কম যায়নি চিরদিনই তুমি যে আমারের আর্য-অপর্ণার বিয়ে। এমনটাই দাবি দর্শকের।