করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, ভর্তি বেসরকারি হাসপাতালে

সৌরভ গঙ্গোপাধ্যায়

করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। ভর্তি দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সোমবার সকালে অসুস্থ বোধ করায় সন্দেহ বশত করোনা পরীক্ষার করা হয়। প্রাথমিক পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসায় তার দ্বিতীয় পরীক্ষা করানো হয়। তাতেও রিপোর্ট পজিটিভ আসে বলেই জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে।

সৌরভের রিপোর্ট পজিটিভ এলেও নিরাপদ স্ত্রী ডোনা এবং কন্যা সানা। ডোনা-সানা রিপোর্ট নেগেটিভ।  হাসপাতাল সূত্রে খবর অনুযায়ী, সৌরভের ভাইরাল লোড ১৯.৫।

সোমবার রাতেই তাকে ভর্তি করা হয়। করোনায় আক্রান্ত হলেও শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হাসপাতাল সূত্রের খবর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা হাসপাতালে চলবে নাকি বাড়িতে তা এখনও স্পষ্ট নয়। যদিও সৌরভ চাইছেন, বাড়িতেই তাঁর চিকিৎসা হোক।

কীভাবে তিনি করোনায় আক্রান্ত হলেন তা এখনও জানা যায়নি। সূত্রের খবর অনুযায়ী, সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শোয়ের শ্যুটিং বাতিল করা হয়। তার আগে অবশ্য তিনি কয়েকটি পণ্যের বিজ্ঞাপনী শ্যুটিং করেছেন। শ্যুটিং করেছেন তাঁর টেলিভিশন শোয়েরও। কিছুদিন আগে মুম্বইও গিয়েছিলেন তিনি।

সুত্রঃ anandabazar . com/sports/cricket/bcci-president-sourav-ganguly-tested-covid-positive-dgtl/cid/1320822

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here