দেখতে দেখতে ১৬ বছর পূর্ণ করল রান্নার শো ‘রাঁধুনী’, অভিজ্ঞতা শেয়ার করলেন সঞ্চালিকা বাসবদত্তা চট্টোপাধ্যায়

অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়

২০০৮ সালে আকাশ আট এ শুরু হয় জনপ্রিয় রান্নার শো ‘রাঁধুনী’। নিত্যদিনের ঘরোয়া রান্নার রেসিপি থেকে শুরু করে বিশেষ উৎসব-পার্বণে স্পেশাল খাবারের রেসিপি সবটাই বাংলার রন্ধনপ্রিয় মানুষদের কাছে তুলে ধরে এই ‘রাঁধুনী’।

সম্প্রতি ১৬ বছর পূর্ণ করল রান্নার এই রিয়্যালিটি শো। দীর্ঘদিনের পথচলায় রান্নার এই রিয়্যালিটি শোতে সঞ্চালিকার ভুমিকায় দেখা গিয়েছে মল্লিকা মজুমদার, সৌমিলি বিশ্বাস, আর জে মানালি, রূপসা চক্রবর্তী সহ বহু জনপ্রিয় তারকাদের। তবে বর্তমানে সঞ্চালনার দায়িত্বে আছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়।

সঞ্চালনার দায়িত্বে এসে কতটা জমে উঠেছে রাঁধুনীর রান্নাঘর? এই প্রসঙ্গে অভিনেত্রী বাসবদত্তা জানান, “এই শোয়ে আমি খুব অল্পদিনের সদস্য। আমার কাছে ‘রাধুনী’ ঐতিহ্যের মতো। অনেক ছোট থেকে এই শো দেখছি। শুধু নিত্যনতুন স্বাদের রান্না নয়, সেইসঙ্গে প্রতিটি রান্নার আলাদা আলাদা গল্প উঠে আসে এই শোয়ের মধ্য দিয়ে।”

দীর্ঘ ১৬ বছরের পথ চলায় ভিন্ন স্বাদের রকমারি রান্নার গল্প নিয়ে দর্শকদের মনোরঞ্জন করেছে ‘রাঁধুনী’। আকাশ আট -এ প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে টিভির পর্দায় হাজির হয় ‘রাঁধুনী’।