স্টার জলসার ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’ অল্প দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। টিআরপি তালিকায়ও দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে। তবে ধারাবাহিকটি শুরু হওয়ার প্রথম থেকে নেটিজেনদের ট্রোলিং এর মুখে। তার একমাত্র কারণ গল্পের একাধিক অবাস্তব ঘটনা।
তবে এবার এক মহিলা ইউটিউবার ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিক নিয়ে তীব্র ট্রোলিং করলেন। ইউটিউবার নাম ‘অ্যামিউসিং রি’। তিনি কটাক্ষ করে বলেন, ধারাবাহিকে খুকুমণি দেড়শো জনের জন্য খাবার হোম ডেলিভারি করে। কিন্তু সবসময় সে একটি ছোট্ট কড়াইতে রান্না করে। সবজি বাজারে গেলেও অত্যন্ত কম পরিমাণ সবজি কেনে।
এমনকি ধারাবাহিকের মারপিট দৃশ্য তুলোধোনা করতে দেখা যায় এই মহিলা ইউটিউবারকে। প্রতিবার সবজি দিয়ে মারামারি করার পরেও গুন্ডারা ফের খুকুমণিকে আক্রমণ করে থাকে। তিনি আরও ট্রোলিং করে বলেন একটা ধারাবাহিকে নায়ক এবং নায়িকা ছাড়া সবাই ভিলেন। অবাস্তব এবং অতিনাটকীয় গল্পের জন্য সমালোচনার শিকার হতে হয়েছে এই ধারাবাহিককে।
সূত্রঃ kolkatajournal . com/entertainment-news/bengali-serial/amusing-rii-trolled-khukumoni-home-delivery-12505