মেয়ের মুসলিম নাম নিয়ে বিতর্ক, কেন বাবা-মায়ের পদবী ব্যবহার করে না সুদীপ্তার মেয়ে? জানালেন অভিনেত্রী

সুদীপ্তা চক্রবর্তী

টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। অভিনেত্রীর পাশাপাশি তার ব্যক্তিত্বের জন্য দর্শক তাকে ভীষণ পছন্দ করেন। বর্তমানে সান বাংলায় ‘লক্ষ্মী লাভ’ শো-এর সঞ্চালিকার দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

কাজের বাইরে অভিনেত্রী ভীষণ ব্যক্তিগত। নিজের ব্যক্তিগত জীবন পার্সোনাল রাখতেই পছন্দ করেন। ১২ বছর আগে রিচালক অভিষেক সাহাকে বিয়ে করেন অভিনেত্রী। সুখে সংসার সামলাচ্ছেন তাদের একমাত্র কন্যা শাহিদাকে নিয়ে।

২০১৫ সালে জন্ম গ্রহণ করে সুদীপ্তার কন্যা শাহিদা নীরা। তবে মেয়ের নাম প্রকাশ্যে আসতেই নেটিজেনদের সমালোচনার মুখে পরতে হয় অভিনেত্রীকে। মেয়ের মুসলিম ঘেঁষা নাম বিদ্রুপ শুনতে হয় সুদীপ্তাকে। শুধু তাই নয়, মেয়ের নামের পদবী বাবা-মায়ের সঙ্গে কোনও মিল নেই।

মেয়ের এহেন নাম রাখার প্রসঙ্গে অভিনেত্রী বলেন,  ‘কত লোক বলেছে ‘তোমার মেয়ে বিদেশে যেতে পারবে না’, ‘যখন বড় হবে, তখন দেশের আরও খারাপ অবস্থা হবে’, ‘কেন ওর মুসলিম নাম রাখছ?’

যদিও এসব তেমন পাত্তা দেননি অভিনেত্রী। বহুদিন আগে এইসময়কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘এই পদবীর বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত ও মজা পায়। কারণ, ওর নামটা আর সকলের থেকে আলাদা। মেয়ে তার বাবা বা মায়ের পদবীতেই আটকে থাকুক এটা আমি আর অভিষেক কেউ চাই না। তবে বড় হয়ে শাহিদা চাইলে চক্রবর্তী বা সাহা পদবী ব্যবহার করতেই পারে।”

অভিনেত্রী মতে, সন্তান সামলানো শুধু মায়ের দায়িত্ব হওয়া উচিত হয় বাবারাও সমানভাবে দায়ী, এবং প্রচুর পুরুষ এই দায়িত্ব সগৌরবে করেন। যাঁরা করেন না তাঁরা অন্যায় করেন। শাহিদাকে তিনি ও অভিষেক দুজনে মিলেই মানুষ করছেন।

সূত্রঃ www . hindustantimes . com