বর্তমানে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক থেকে বিদায় নিয়েছেন হিন্দোল ওরফে মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। তার চরিত্রটি ধূসর হলেও দর্শকের কিন্তু বেশ পছন্দের হয়ে উঠেছিল চরিত্রটি। ‘খনার বচন’ ধারাবাহিকেও খলনায়কের ভূমিকায় অভিনয়ের চেয়েও তার হিন্দোল চরিত্রটি বেশি করে নজর কেড়েছে দর্শকের।
ধারাবাহিকে পা রাখতেই আর্য-অপর্ণার মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন হিন্দোল। যার কারণে তার উপরে বেজায় চটেছিল দর্শক। অবশেষে অপর্ণার জীবন থেকে বিদায় নিয়ে কতটা মন খারাপ মৃত্যুঞ্জয়ের?
এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে মৃত্যুঞ্জয় বলেছেন, “অবশ্যই অপর্ণার জন্য হিন্দোলের কষ্ট হচ্ছে। সে তো সংলাপেই বলেছিল, ‘জীবনে প্রথম কাউকে ভালবাসলাম। তার কাছেই ঠকতে হল’!” তার পরেই রসিকতা করে ‘অপর্ণা’র উদ্দেশে বার্তা দিলেন, “এখনও সময় আছে। ফিরে এসো অপর্ণা। আমার ভালবাসা দিয়ে তোমার অতীত ভুলিয়ে দেব।”
শুরুতে হিন্দোল চরিত্র নিয়ে দর্শকের কটাক্ষ শুনতে হলেও শেষে হিন্দোলের অনুপস্থিতি বড্ড মিস করছেন দর্শক এমনটাই জানালেন হিন্দোল। মৃত্যুঞ্জয় বলেন, “শুরুতে দর্শক গালমন্দ করেছেন। এখন আমায় দেখতে না পেয়ে সমাজমাধ্যমে লিখছেন, ‘হিন্দোল’কে আর একটু রাখাই যেতে পারত! এটাই আমি পুরস্কার হিসাবে গ্রহণ করলাম।”