‘আবার ফিরে আসুন…’, পীযূষ গঙ্গোপাধ্যায়ের ১০ তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ সহ-অভিনেত্রী মৈত্রেয়ী মিত্রের

অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র

২০১৫ সালের ২৫ শে অক্টোবর অর্থাৎ আজকের দিনে পথ দুর্ঘটনায় শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। সেইসময় তিনি ‘জল নূপুর’ ধারাবাহিকে অভিনয় করতেন। সপ্তমীর বিকেলে সাঁতরাগাছি উড়ালপুলের ওপর চন্দ্রকোনা রুটের একটি বাস পীযূষ গঙ্গোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন অভিনেতা কিন্তু শেষ রক্ষা হয়নি। অকালে চলে যান এই প্রতিভাবান অভিনেতা।

দেখতে দেখতে ১০ বছর কেটে গেল। এরকম এক প্রতিভাবান অভিনেতাকে আজও ভুলতে পারেননি ইন্ডাস্ট্রির কেউ। আজ অভিনেতার ১০ বছর মৃত্যুবার্ষিকতে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ করেছেন তার সহ-অভিনেতাদের।

অভিনেতার মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ পোস্ট করলেন তার সহ-অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র। পীযূষ গঙ্গোপাধ্যায়ের সাথে ছবি শেয়ার করে মৈত্রেয়ী মিত্র লেখেন, “বড় টাটকা তাজা আজও সেই দিনটার স্মৃতি , সেই ২৫এ অক্টোবর ২০১৫ থেকে ২০২৫ চোখের পলকে সময় কেটে গেল তখন ২০১৫, বয়েই গেল আর জলনূপুর আপনার দুটো কাজ চলছিল । ” বয়েই গেল ” আপনার সঙ্গে আমার শেষ কাজ । তারপর সেই অসাধারণ মানুষ, দুর্দান্ত শিল্পী পীযূষ গাঙ্গুলী হারিয়ে গেল । কিন্তু আজও আপনি আছেন, আমার মত আপনার অসংখ্য গুণগ্রাহীর হৃদয়ে, আমার মত আপনার গুণমুদ্ধ সহকর্মীদের প্রতিদিনের সংলাপ পাঠের সময়ে তাদের মননে ভালো থাকুন Pijush Ganguly দা, আবার ফিরে আসুন এখানে আপনার অসামান্য প্রতিভা নিয়ে।”