“অভিনয়ের বাইরে বাকিদের সাথে কম কথা বলে…”, জিতুকে নিয়ে বিতর্কের মাঝে মুখ খুললেন সহঅভিনেত্রী টুম্পা ঘোষ

টুম্পা ঘোষ

সোশ্যাল মিডিয়া জুড়ে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক নিয়ে দর্শকের একটাই দাবি, ‘বয়কট অপর্ণা’। এদিকে মিটিংএ জিতুর সাথে অভিনয়ে একাধিক শর্ত রাখায় ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। জিতুর এমন সিদ্ধান্তেই দিতিপ্রিয়ার উপর বেজায় খেপেছে দর্শক।

সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেবে ঠিক করলেই জিতুর উপর উঠে এসেছে একাধিক অভিযোগ। এরআগেও নাকি মিলন তিথি ধারাবাহিকে নায়িকার সঙ্গে মনমালিন্যের জেরে ধারাবাহিক ছেড়েছিলেন জিতু। এমনকি যেসমস্ত ধারাবাহিকে অভিনেত্রীদের সাথে কাজ করেছেন জিতু তাদের সাথেও নাকি খুব একটা ভাল সম্পর্ক নয় জিতুর?

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন টুম্পা ঘোষ। টুম্পা ঘোষের বিপরীতে ‘রাঙিয়ে দিয়ে যাও’ আর ‘রাগে অনুরাগে’— এই দুটো ধারাবাহিকে দেখা গিয়েছে জিতুকে। টুম্পার অভিজ্ঞতাও কি দিতিপ্রিয়ার মতোই? প্রশ্ন রাখতেই টুম্পার জবাব, “প্রথমত, অভিনয়ের বাইরে বাকিদের সঙ্গে খুবই কম কথা বলি। অন্য কোনও বিষয়ে মাথাও ঘামাই না। দ্বিতীয়ত, দৃশ্য শেষ হয়ে গেলে আমাদের মধ্যে খুব কম কথা হত।” এ ছাড়া, সেটেও তাঁরা চরিত্র, অভিনয়, সংলাপ নিয়ে ব্যস্ত থাকতেন। ফলে, অন্য রকম কিছু ঘটার সুযোগই ঘটেনি।

টুম্পা ঘোষ

বরং আফসোস জানিয়ে টুম্পা জানিয়েছেন, “নায়ক-নায়িকার মনোমালিন্য যদি ধারাবাহিকের উপরে কুপ্রভাব ফেলে, তা হলে তার থেকে দুঃখের ঘটনা আর কিছুই হতে পারে না।”