অভিনেত্রী অন্বেষা হাজরা। ছোট পর্দায় একজন জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে দর্শক তাকে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে দেখছেন। উর্মি চরিত্রে তার অভিনয় রীতিমতো পছন্দ করছেন দর্শকের বড় অংশ। তার সাবলীল অভিনয় তাকে জনপ্রিয় করে তুলেছে। ইন্ডাস্ট্রিতে নাম করতে খুব বেশি সময় নেননি এই মেয়েটা।
এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের আগে অভিনেত্রী অন্বেষা হাজরা ‘চুনি পান্না’ ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘চুনি পান্না’ সিরিয়াল টিভির পর্দায় ভালো হিট। ধারাবাহিক শেষ হয়ে গেলেও সেই স্মৃতি ভুলতে পারেননি অভিনেত্রী।
‘চুনি পান্না’ ৩ বছর পূর্ণ হল।  ‘চুনি পান্না’ জন্মবার্ষিকীতে পুরনো স্মৃতিতে ভাসলেন অন্বেষা। এই ধারাবাহিকের কিছু স্মৃতির  ভিডিও ইন্সটায় শেয়ার করে অন্বেষা লেখেন, “চুনি পান্না আমার জীবনের প্রথম প্রজেক্ট নাও হতে পারে… তবে এটি এখনও আমার জীবনের প্রথম প্রেম হিসাবে রয়ে গেছে…. আমি ব্যক্তিগতভাবে এই পোস্টে আপনাদের সকলকে উল্লেখ করছি না কারণ আমি বিশ্বাস করি কোথাও না কোথাও আপনারা সবাই আমার মধ্যে আটকে গেছেন হৃদয় ❤️ বিশেষ ভাবে….”চুনি পান্না” যাত্রার অনেক অনেক শুভ প্রত্যাবর্তন সেই সাথে আমাদের সকলের জন্য”।
 
View this post on Instagram



