‘বাবা চাইতেন না অন্য কারোর সিনেমায় কাজ করি’, বাবার জন্মদিনে মুখ খুললেন চুমকি চৌধুরী

 চুমকি চৌধুরী

গতকাল ২৫ শে নভেম্বর ছিল প্রয়াত পরিচালক অঞ্জন চৌধুরীর জন্ম দিবস। পরিচালক অঞ্জন চৌধুরী মানে ফ্যামিলি ড্রামা, টানটান সংলাপ। একসময় ছোট বউ, শত্রু, বিধিলিপি, অভাগিনী-র মতন হিট সিনেমা উপহার দিয়েছেন।

প্রতিবছর বাবার জন্মদিনে মেয়ে চুমকি চৌধুরী দেশপ্রিয় পার্কে সাঁই বাবার মন্দিরে যান, ভোগ বিতরণ করেন এবং পথ শিশুদের খাবার খাওয়ান।

চুমকি চৌধুরী প্রয়াত বাবার স্মরণে এক সংবাদমাধ্যমে নিজের মনের কথা শেয়ার করলেন। অভিনেত্রী জানায়, “বাবা চাইতেন না মেয়েরা অন্য কারোর সিনেমায় কাজ করুক। অন্য কোনো প্রযোজনা সংস্থা থেকে অফার এলেও অঞ্জন চৌধুরী মেয়েদের অনুমতি দেননি। মেয়েরাও বাবার বাধ্য মেয়ের মতন তারই সিনেমায় কাজ করতেন”।

চুমকি চৌধুরী আরও বলেন, “অঞ্জন চৌধুরী নামটাই যথেষ্ট ছিল। একটা সিনেমার মূল ভিত্তি হল গল্প। উত্তম জেঠু চলে যাওয়ার পর বাবাই বাংলা সিনেমাকে ঘুরে দাঁড় করান”। তিনি আরও জানান, “রঞ্জিত মল্লিক যে রঞ্জিত মল্লিক হয়েছেন তা শুধুমাত্র বাবার জন্যই”।

অঞ্জন চৌধুরী কালারফুল টি-শার্ট আর পারফিউম খুব ভালোবাসতেন। তাই বাবার জন্মদিনে মেয়ে নিজেই উপহার দিতেন। এমনকি অভিনেত্রী হওয়ার পর প্রথম উপার্জনের টাকায় বাবাকে হিরের আংটি কিনে দেন অভিনেত্রী।

সূত্রঃ hoophaap . com/article/in-memory-of-anjan-choudhury-on-her-daughters-thought/59047

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here