বাংলা জগতের অন্যতম চলচ্চিত্র অভিনেত্রী হলেন চিত্রা সেন। একসময় টেলিভিশন পর্দা থেকে বড় পর্দা দাপিয়ে কাজ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী। পাশাপাশি থিয়েটার জগতেও তার খ্যাতি রয়েছে।
শ্রীময়ী, সুবর্নলতা, বয়েই গেলো, খড়কুটো। গোধূলি আলাপ, অন্দরমহল, মেয়েবেলা-র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে বর্তমানে তাকে অভিনয় জগতে আর দেখা যাচ্ছে না। বেশ চিন্তিত তার ভক্তরা। অবশেষে আসল সত্যি সামনে এলো।
গুরুত্ব অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী। কৌশিক সেন বাইরে থাকার জন্য সেই সময় পুত্রবধূ আর নাতি হাসপাতালে নিয়ে যায় তাকে। অভিনেত্রীর বয়স প্রায় ৯০ ই ছুঁইছুঁই। বার্ধক্যজনিত কারণেই অসুস্থ হয়ে আপাতত বাড়িতে রয়েছেন বিশ্রামে। অভিনয়ে শুটিং এখন পুরোপুরি নিষেধ।