স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’। বেশ কিছু সময় ধরে বাংলার টপার ধারাবাহিক ছিল এটি। তবে বর্তমানে কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় এই ধারাবাহিক টিআরপির তিনের ঘর থেকে ছিটকে গেছে। তাই পুরনো ছন্দে ফিরতে ফের জমজমাট হতে চলেছে কথা ধারাবাহিক।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে চিত্রা গুহের পর্দা ফাঁস। হ্যাঁ, সকলের সামনে চিত্রা গুহের মুখোশ খুলে দেবে কথা। অগ্নির মা তার দাদার সাথে পালিয়ে যাওয়ার মিথ্যা গল্প সকলকে জানিয়েছিল চিত্রা। সকলের সামনে ফুল দাদাকে গুহ বাড়িতে হাজির করে কথা।
ফুল দাদাকে দেখে চমকে ওঠে চিত্রা। ফুল দাদা সবটা জানিয়ে দেয় সকলকে। এরপর বাড়ির কর্তা সিদ্ধান্ত নেয় চিত্রাকে গুহ বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। ধারাবাহিকের এই দৃশ্য দেখে বেজায় খুশি হয়েছে কথা ধারাবাহিকের ভক্তরা। বোঝা যাচ্ছে এই এপিসোড আবার ভালো টিআরপি আনবে।