এক লাফে নম্বর কমল ‘চিরসখা’র! পরিণীতাকে হারিয়ে বাজিমাত জগদ্ধাত্রীর

টিআরপি তালিকা

প্রকাশ পেল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। এই সপ্তাহে কে পেল শীর্ষস্থান? বিগত সপ্তাহের মত এবারেও বাজিমাত করল স্টার জলসার পরশুরাম। ৭.৪ রেটিং নিয়ে শীর্ষে থাকা এই ধারাবাহিক টিআরপির সিংহাসনে একাই বসে।

দ্বিতীয় স্থানে উঠে এসেছে জি বাংলার ফুলকি। ৭.৩ নম্বর নিয়ে আবারও দর্শকের মন জয় করেছে এই ধারাবাহিক। ৭.০ নম্বর নিয়ে তৃতীয় হয়েছে জগদ্ধাত্রী।

চলছে হাড্ডাহাড্ডি লড়াই! চলতি সপ্তাহে ৬.৬ নম্বর নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে রাঙামতি ধারাবাহিক। অন্যদিকে রায়ান- পারুলের সম্পর্কের নতুন মোড় কি পারবে টিআরপির দৌড়ে এগিয়ে যেতে। ৬.৫ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে জি-বাংলার পরিণীতা ধারাবাহিক।

প্রথম – পরশুরাম আজকের নায়ক (৭.৪)

দ্বিতীয় – ফুলকি (৭.৩)

তৃতীয় – জগদ্ধাত্রী (৭.০)

চতুর্থ – রাঙামতি (৬.৬)

পঞ্চম – পরিণীতা (৬.৫)

ষষ্ঠ – গৃহপ্রবেশ (৬.৪)

সপ্তম – চিরসখা / অনুরাগের ছোঁয়া / রোশনাই (৫.৯)

অষ্টম – কথা (৫.৬)

নবম – চিরদিনই তুমি যে আমার (৫.২)

দশম – মিত্তির বাড়ি (৪.৪)