প্লুটো’র ট্র্যাকে ছক্কা হাঁকাল ‘চিরসখা’, আর্য-অপর্ণা’র রসায়নে একলাফে নম্বর বাড়ল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের

বাংলা ধারাবাহিকের টিআরপি

আজ প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি। চলতি সপ্তাহে চমক দেখালো একগুচ্ছ ধারাবাহিক। বাংলার টপার স্থান রয়েছে ‘আজকের নায়ক পরশুরাম’। এদিকে প্লুটো’র ট্র্যাকে ছক্কা হাঁকাল ‘চিরসখা’। দ্বিতীয় স্থানে উঠে এলো স্টার জলসার এই মেগা। আরও একটি ধারাবাহিক রয়েছে দ্বিতীয় স্থানে। সেটি হল ‘রাণী ভবানী’।

তৃতীয় স্থানের স্লট ধরে রাখ জি-বাংলার দুই মেগা জগদ্ধাত্রী এবং পরিণীতা। অন্যদিকে গোটা এক সপ্তাহ ধরে আর্য-অপর্ণার মিষ্টি মুহূর্ত দেখিয়ে নম্বর বেড়ে গেল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের। ষষ্ঠ স্থানে উঠে এলো এই মেগা।

চলতি সপ্তাহে ৭.০ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে পরশুরাম, ৬.৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রানী ভবানি আর চিরসখা, ৬.৬ নম্বর নিয়ে তৃতীয় স্থানে যুগ্ম ভাবে জগদ্ধাত্রী এবং পরিণীতা। চতুর্থ স্থান দখল ফুলকি’র প্রাপ্ত নম্বর ৬.৪। পঞ্চম স্থানে রয়েছে রাঙামতি। তার প্রাপ্ত নম্বর ৬.০।

প্রথম – পরশুরাম (৭.০)

দ্বিতীয় – রাণী ভবানী , চিরসখা (৬.৯)

তৃতীয় – জগদ্ধাত্রী , পরিণীতা (৬.৬)

চতুর্থ – ফুলকি (৬.৪)

পঞ্চম – রাঙামতি (৬.১)

ষষ্ঠ – চিরদিনই তুমি যে আমার (৬.০)

সপ্তম – আমাদের দাদামণি (5.8)

অষ্টম – অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ(15 min) (5.5)

নবম – কথা (4.8)

দশম – তুই আমার হিরো (4.5)