প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি। এই প্রথম বাংলার টপারে বড় চমক। চলতি সপ্তাহের বেঙ্গল টপার দুই চ্যানেলের দুই হিট মেগা পরিণীতা ও পরশুরাম। ৬.৫ নম্বর পেয়ে সেরার সেরা স্টারজলসা ও জি-বাংলার একই স্লটে হওয়া দুই ধারাবাহিক।
পঞ্চম থেকে তৃতীয় স্থানে উঠে এলো আর্য- অপর্ণার জুটি। চলতি সপ্তাহে টিআরপি কমল রাণী ভবানী’র। অন্যদিকে কমলিনী স্বতন্ত্রর গল্প ছিটকে গেল প্রথম পাঁচ থেকে। দ্বিতীয় স্থানে জায়গা করে নিল জগদ্ধাত্রী।
চলতি সপ্তাহে ৬.৫ নম্বর পেয়ে টিআরপির প্রথমে ‘আজকের নায়ক পরশুরাম’ ও ‘পরিণীতা’ । ৬.৩ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে জায়গা করল জগদ্ধাত্রী। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি, চিরদিনই তুমি যে আমার, প্রাপ্ত নম্বর ৬.১। চতুর্থ স্থানে রয়েছে রাণী ভবানী প্রাপ্ত নম্বর ৬.০ এবং ৫.৯ রেটিং পেয়ে পঞ্চম স্থানে রয়েছে আমাদের দাদামণি।
প্রথম – পরশুরাম । পরিণীতা (৬.৫)
দ্বিতীয় – জগদ্ধাত্রী (৬.৩)
তৃতীয় – ফুলকি । চিরদিনই তুমি যে আমার (৬.১)
চতুর্থ – রাণী ভবানী (৬.০)
পঞ্চম – আমাদের দাদামণি (৫.৯)
ষষ্ঠ – রাঙ্গামতি তীরন্দাজ (৫.৮)
সপ্তম – চিরসখা (৫.৫)
অষ্টম – জোয়ার ভাঁটা (৫.১)
নবম – তুই আমার হিরো (৪.৯)
দশম – লক্ষ্মী ঝাঁপি (৪.৬)