প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় পুরো উলটপুরান। পরশুরাম, পরিণীতা কে টপকে এবারের বেঙ্গল টপার জি-বাংলার হিট মেগা চিরদিনই তুমি যে আমার। ৬.১ নম্বর পেয়ে পেয়ে এবার বাজিমাত করল আর্য-অপর্ণা জুটি।
অন্যদিকে গোহারা হেরে প্রথম পাঁচ থেকে ছিটকে গেল পরশুরাম। ৫.১ নম্বর পেয়ে প্রাক্তন টপার এখন ষষ্ঠ স্থানে। বেঙ্গলটপারের স্থান খোয়ালো রায়ান -পারুল জুটি। চলতি সপ্তাহে ৫.৯ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে পরিণীতা ধারাবাহিক।
চলতি সপ্তাহে ৬.১ নম্বর পেয়ে টিআরপির প্রথমে ‘চিরদিনই তুমি যে আমার’। ৫.৯ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে জায়গা করল পরিণীতা। তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী, প্রাপ্ত নম্বর ৫.৫। চতুর্থ স্থানে রয়েছে ফুলকি, প্রাপ্ত নম্বর ৫.৪ এবং ৫.৩ রেটিং পেয়ে পঞ্চম স্থানে রয়েছে রাঙামতি ধারাবাহিক।
প্রথম – চিরদিনই তুমি যে আমার (৬.১)
দ্বিতীয় – পরিণীতা (৫.৯)
তৃতীয় – জগদ্ধাত্রী ( ৫.৫)
চতুর্থ – ফুলকি (৫.৪)
পঞ্চম – রাঙামতি (৫.৩)
ষষ্ঠ – পরশুরাম । আমাদের দাদামণি (৫.১)
সপ্তম –রাজরাজেশ্বরী রাণী ভবানী (৪.৭)
অষ্টম – কথা (৪.৫)
নবম – জোয়ার ভাঁটা । লক্ষ্মী ঝাঁপি । তুই আমার হিরো (৪.৪)
দশম – চিরসখা (৪.৩)