চুপিসারে সমকামী বিয়ে সেরেছেন ‘চিরদিনই’ খ্যাত সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়, অবশেষে মুখ খুললেন ছোটপর্দার সুমি

সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়

এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছেন দুই জনপ্রিয় নায়িকা। তারা নাকি সকলের আড়ালে বিয়ে সেরেছেন। খবর ছড়াতেই নেটিজেনদের বুঝতে বাকি নেই তিনি কোন অভিনেত্রী। যাকে নিয়ে এই গুঞ্জন তিনি হলেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নায়িকার মা সুমি ওরফে অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়।

এই প্রথম নয়, এর আগে প্রায়ত অভিনেত্রী অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সুচন্দ্রার সম্পর্কের কথা সামনে এসেছিলেন। সেই কঠিন সময় পেরিয়ে নাকি টলিপাড়ার আবারও এক অভিনেত্রীকে নাকি মন দিয়েছেন সুচন্দ্রা। আর কানাঘুষো শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রির কিছু ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে নাকি সুচন্দ্রা নাকি বিয়ে সেরেছেন।

টেলিপাড়ার গুঞ্জন তিনি নাকি সমকামী বিয়ে সেরেছেন অভিনেত্রী রিয়া দত্তের সঙ্গে? ঘটনাটি কি সত্যি। খোঁজ নিয়েছিল আনন্দবাজার। আনন্দবাজার ডট কম সুচন্দ্রা জানিয়েছেন, “অকারণ গুঞ্জনে তিনি নেই। এ বিষয়ে কোনও কথা বলবেন না।” অভিনেত্রী এই খবর ভুয়ো বলেই দাবি করছেন।

এদিকে একদলের দাবি, পাহাড়ে নিজের হোমস্টেতে বিয়ে সেরেছেন রিয়া আর সুচন্দ্রা। সেখানে নাকি দুই পরিবারের ঘনিষ্ঠরাই হাজির ছিলেন। বাইরের কারো ঢোকার অনুমতি ছিল না। আবার কেউ বলছেন, অভিনেত্রী এখনো বিয়ে করেননি তবে জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

ঘনিষ্ঠদের দাবি, অকারণে গুঞ্জন শুনতে শুনতে ক্লান্ত সুচন্দ্রা। বন্ধু থেকে আত্মীয়রা তাঁকে ক্রমাগত ফোন করে চলেছেন। ভেবেছিলেন ধূমধাম বিয়ে করবেন তবে সোশ্যাল মিডিয়ার এই পরিস্থতিতে নাকি ‘বিয়ে’ শব্দটাতে ভয় পাচ্ছেন অভিনেত্রী।