‘এটা সিরিয়াল না সিনেমা’, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে প্রেম প্রস্তাবের নতুন প্রোমো দেখে চোখে সরষে ফুল দেখছেন দর্শক। নেটিজেনদের দাবি সিরিয়াল তো দূরের কথা এর আগে কোনও বাংলা সিনেমাতেও নায়ক-নায়িকার এরকম প্রেম প্রস্তাবের দৃশ্য দেখা যায়নি। এমনটাই মত নেটিজেনদের।
অবশেষে গঙ্গার বুকে গল্পের নায়ক আর্য সব দ্বিধা কাটিয়ে সাড়ম্বরে অপর্ণাকে প্রেম নিবেদন করলো। আর এই দিনটার অপেক্ষায় ছিলেন আপামর দর্শক। অবশ্যই দিতিপ্রিয়া রায় আর জিতু কমলের অভিনয় এই দৃশ্যকে আরও প্রাণবন্ত করে তুলেছে, যেন দর্শক হিন্দি ছবির কোন সিন দেখছেন।
শুধু তাই নয়, বাংলা সিরিয়ালের ইতিহাসে জি-বাংলার এই মেগা নতুন রেকর্ড সৃষ্টি। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে এই প্রোমো ৪ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে যা সত্যিই আশ্চর্যের বিষয়। নেটিজেনদের দাবি, এসভিএফ এই মেগা টিআরপির টপার হওয়ার যোগ্য। এবার দেখা যাক চিরদিনই তুমি যে আমার এর টিআরপি বাড়ে কিনা?