দেখতে দেখতে ২০০ পর্ব পার করে ফেলল জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক’। শুরু থেকেই আর্য অপর্নার জুটি দর্শকের এতটাই মন ছুঁয়েছে যে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হয় এই জুটি নিয়ে। জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের জুটির কামব্যক যেন ধারাবাহিককে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।
এই মুহুর্তে অপু আর্যর মাঝে এসেছে তৃতীয় ব্যক্তি হিন্দোল। যাকে অপর্নার বাবা-মা জামাই হিসাবে মেনে নিলেও হিন্দোলকে স্বামী হিসাবে একেবারেই মানতে নারাজ অপর্না। অন্যদিকে অপর্নার বাবা-মায়ের দিকে তাকিয়ে পরিণাম ভালো হবে না বলেই দোটানায় আর্য। তবে সম্প্রতি ধারাবাহিকের প্রোমো অনুযায়ী বিয়ের মন্ডপ থেকে পালিয়ে আসতে দেখা যায় অপর্নাকে। তবে শেষমেশ এক হতে পারবে আর্য-অপর্না?
আগামীতে দর্শকের ভালোবাসা আরও অনেকটা হয়ত এগিয়ে নিয়ে যাবে এই মেগাকে। এভাবেই আর্য অপর্নার জুটি মুগ্ধ করুক দর্শকমহলকে এই কামনাই রইল।