এক লাফে কমল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নম্বর, পরিণীতাকে হারিয়ে জিতে গেল পরশুরাম

বাংলা ধারাবাহিকের টিআরপি

নির্দিষ্ট সময় মতো প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপির তালিকা।  চলতি সপ্তাহে বাংলার শীর্ষস্থান ধরে রেখেছে রানী ভবানী। অন্যদিকে পরিণীতাকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো পরশুরাম। গত সপ্তাহে এক থেকে পাঁচের মধ্যে জায়গা দখল করলেও এই সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গেল পরিণীতা।

লীনা গাঙ্গুলির চিরসখা আবার জায়গা করে নিল সেরা তিনে। অন্যদিকে জিতু আর দিতিপ্রিয়ার বাস্তবের বিবাদের প্রভাব পড়ল অনস্ক্রিনে। গত সপ্তাহে নম্বর বাড়লেও এই সপ্তাহে নম্বর কমল এই মেগার।

চলতি সপ্তাহে বাংলার প্রথম স্থানে রয়েছে রানী ভবানী, প্রাপ্ত নম্বর ৭.১। দ্বিতীয় স্থানে রয়েছে পরশুরাম এবং তৃতীয় স্থানে চিরসখা, প্রাপ্ত নম্বর ৬.৭ এবং ৬.৪। চতুর্থ স্থানে ৬.৩  নম্বর নিয়ে রয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিক। পঞ্চম স্থানে রয়েছে রয়েছে রাঙামতি, প্রাপ্ত নম্বর ৬.০।

প্রথম – রাণী ভবানী (৭.১)

দ্বিতীয় – পরশুরাম (৬.৭)

তৃতীয় – চিরসখা (৬.৪)

চতুর্থ – জগদ্ধাত্রী (৬.৩)

পঞ্চম – রাঙামতি (৬.০)

ষষ্ঠ – ফুলকি । পরিণীতা (৫.৯)

সপ্তম – চিরদিনই তুমি যে আমার । অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ(15 min) (৫.৫)

অষ্টম – আমাদের দাদামণি (৫.০)

নবম – কথা (৪.৬)

দশম – কুসুম (৪.২)