
গত শনিবার কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হল আইপিএল ২০২৫ এর উদ্বোধন। এদিন বিশেষ আকর্ষণ ছিল ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। যিনি নিজের সুরেলা কণ্ঠে প্রতিবার দর্শকের মন জিতে নেন।
বাঙালিরা বিশেষ করে কলকাতাবাসীরা শ্রেয়াকে বাংলার রত্ন মনে করেন কিন্তু সেই গায়িকা এবার মন ভাঙল গোটা বাংলার। কেন? আসলে কলকাতার ইডেন গার্ডেনে আইপিএল উদ্বোধন হলেন এদিন শুধুমাত্র হিন্দি গানেই স্টেজ মাতালেন গায়িকা। সকলেই আশা করেছিলেন কলকাতার বুকে দাঁড়িয়ে অন্তত একটা বাংলা গান গাইবেন তিনি। তবে তেমনটা ঘটেনি।
এবার শ্রেয়া ঘোষালের গান নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। অভিনেতা এক সংবাদমাধ্যমের কাছে জানান, ‘শ্রেয়া বাঙালি। কলকাতায় যখন আইপিএলের উদ্বোধন, সেখানে সব গানের মাঝে দু লাইন হলেও বাংলা গান গাইতে পারতেন। বাঙালিরাই যদি বাংলাকে ভুলে যান, তাহলে কী করে চলবে’।
অভিনেতার মতোই শ্রেয়ার এই কাজে খুশি হননি অনেকে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরাও ক্ষোভপ্রকাশ করেছেন।
আসলে বাংলার এই গায়িকাকে নিয়ে প্রত্যাশা একটু মানুষের বেশিই থাকে। তাই যখন বাংলার মাটিতে দাঁড়িয়ে তিনি বাংলার গানকেই এড়িয়ে গেলেন এরকমটা বোধহয় কেউ আশা করেননি তার কাছ থেকে।