গতমাসেই অন্তসত্ত্বা হওয়ার সুখবর জানিয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। পরিবারের অমতে গিয়েই চলতি বছরে বিয়ে সেরেছেন অহনা। পরিকল্পনা নয় বরং মনের ইচ্ছাতেই মা হওয়ার সিদ্ধান্ত নেয় অভিনেত্রী। এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে অহনা বলেন, আমি আসলে কিছুই ভাবিনি। আমি মনে করি, জীবনটাই খুব অনিশ্চিত। জীবন আমাকে বহু বার অবাক করেছে। জীবনে কোনও কিছুই আমি পরিকল্পনা করে করি না।’
অহনার বক্তব্য, ‘বিয়ে করলে মানুষ সন্তান নিয়ে ভাবে নিশ্চয়ই। কিন্তু সন্তানই আমাদের মূল লক্ষ্য ছিল না। বিয়ের পরেই আমাদের সন্তানের জন্ম দিতে হবে, এমন কোনও লক্ষ্য আমাদের ছিলই না। এই মাতৃত্ব আমাদের কাছে এসেছে উপহারের মতো।’
মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে সত্যি খুশি অহনা। অভিনেত্রীর কথায়, ‘এই সিদ্ধান্ত নিয়ে আমি সত্যি খুশি। এত অল্প বয়সে এই সিদ্ধান্ত নিতে পেরে আমি গর্বিত। এখন এটা সম্পূর্ণ আমার এবং আমার স্বামীর সিদ্ধান্ত। কেন এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নিয়েছি, সেই কারণ কাউকে দর্শাইনি।’
আসন্ন অগস্ট মাসে সন্তান ভূমিষ্ঠ হবে এমনটাই জানিয়েছেন অহনা। তারজন্য মানসিক ভাবে কতটা প্রস্তুত অভিনেত্রী। অহনা জানান, ‘এই সময়টা সব মহিলাদের কাছেই খুব বিশেষ। যদিও এই সময়টা মোটেই সহজ নয়। তবে বাড়িতে যখন একা থাকি, বুঝতে পারি আমার সঙ্গে আরও একজন রয়েছে। সেই অনুভূতিটা খুব সুন্দর।’