‘ফুলকি’ ধারাবাহিকে নতুন টুইস্ট! ফুলকির মেয়ের চরিত্রে দেখা যাবে এই খুদে শিশুশিল্পীকে

কিয়ানা মুখোপাধ্যায়

ছোটপর্দায় ‘ফুলকি’র রমরমা বরাবরই চোখে পড়ার মতো। গল্পে রোহিত মারা গেলেও তার পরিবর্তে অরণ্য হয়ে উঠেছে পরিবারের নতুন সদস্য। ধীরে ধীরে ফুলকিকে ভালবেসে ফেলেছে অরণ্য।

এর মধ্যেই গল্পে এসেছে নতুন টুইস্ট। মা হতে চলেছে ফুলকি। রোহিত মারা গেলেও রোহিতের সন্তানেরই মা হতে চলেছে সে। আর কিছুদিনের মধ্যেই পর্দায় দেখা যাবে ফুলকির সন্তানকে।

সূত্রের খবর, ফুলকির মেয়ের চরিত্রেই দেখা যাবে কিয়ানা মুখোপাধ্যায়কে। এর আগে জি বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে রাইয়ের মেয়ে ‘বিল্লি’র চরিত্রে দেখা গিয়েছিল একরত্তি কিয়ানাকে। তখন থেকেই দর্শকের মন জিতে নিয়েছিল এই খুদে। পর্দায় আবার কবে ছোট্ট ‘বিল্লি’ কে দেখা যাবে তার অপেক্ষায় ছিল অনুরাগীরা।

কিয়ানা মুখোপাধ্যায়

এবার ফুলকির মেয়ে ‘ফুলঝুরি’র চরিত্রে আবারও খুদে একরত্তিকে দেখার জন্য বেজায় উৎসুক দর্শক।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ছোট্ট কিয়ানা। তার দৈনন্দিন রুটিন থেকে শুরু করে নানা মজার কাণ্ডকারখানা প্রায়শই দেখা যায় সমাজমাধ্যমে।

কিয়ানা মুখোপাধ্যায়