খুদেদের পাঁচ ঘণ্টার বেশি শুটিং নয়, শিশুদের মনে কোনও খারাপ প্রভাব না পড়ে সতর্ক থাকতে হবে, জারি হল নির্দেশ

শিশুশিল্পী

বর্তমানে বাংলা ধারাবাহিকে প্রচুর খুদে শিল্পী কাজ করছেন। বড়দের মতোই ৯ ঘণ্টার বেশি শুটিং সেটে কাটাতে হয় তাদের। এতে নিজেদের শৈশব হারিয়ে ফেলছে ছোটরা। তাই এবার শিশুশিল্পীদের নিয়ে জারি হল নির্দেশিকা।

ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস-এর তরফ থেকে বিনোদন দুনিয়ার শিশুশিল্পীদের ঘিরে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। এবার থেকে পাঁচ ঘণ্টার বেশি খুদেদের দিয়ে শুটিং করানো যাবে না। তিন ঘণ্টা শুটিংয়ের পর শিশুশিল্পীকে প্রয়োজনীয় বিরতি দিতে হবে।

পাশাপাশি শুটিং সেটে শিশুরা বড়দের সাথে থাকার সময় তাদের কাছ থেকে কোনও অনুপযুক্ত কিছু যাতে শিশু মনকে প্রভাবিত না করে সেই বিষয়ে কড়া খেয়াল রাখতে হবে। প্রসঙ্গত টলিপাড়ায় একাধিক শুটিং সেটে শিশুশিল্পী রয়েছেন। যেমন- ‘অনুরাগের ছোঁয়া’, মিঠাই, কমলা শ্রীমান ও পৃথ্বীরাজ, পঞ্চমী, গৌরী এলো, হরগৌরী পাইস হোটেল ইত্যাদি। এর মধ্যে এক নম্বর স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকের আকর্ষণ প্রধান দুই চরিত্রে সোনা-রুপা।

দিনের বেশিরভাগ সময়টা এরা শুটিং সেটেই কাটান, সেখানে পড়াশুনো, খেলাধুলো করেন। কিন্তু এবার থেকে সেই নিয়ম পরিবর্তন করতে হবে। দিনের পাঁচ ঘণ্টার বেশি তাদের শুটিং সেটে রাখা যাবে না।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here