৪ জুলাই থেকে জি বাংলায় শুরু হয়েছে ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’। ধারাবাহিকের মূল কেন্দ্রবিন্দু ছোট খুদে বোধি। মাত্র ২ দিনেই দর্শকের চোখের মণি সে। তাঁর কান্ডকারখানা দেখে ভালোবাসা জানিয়েছেন নেটিজেনরা। বোধিসত্ত্ব এই ছোট বালকের ভূমিকায় রয়েছে শিশুশিল্পী রায়ান গুহনিয়োগী। এটি তাঁর প্রথম ধারাবাহিক। এর আগে কখনো অভিনয় করেনি সে। ধারাবাহিকে ছোট রায়ানের অভিনয় দেখে মুগ্ধ হয়ে পড়ছেন দর্শক।
আপনারা পর্দায় বোধিসত্ত্বের যে এত জ্ঞান-বুদ্ধি দেখতে পারছেন, বাস্তবেও রায়ানের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। শুধু অভিনয় নয়, নাটক, কবিতা , নাচ, আঁকায় পারদর্শী। এই খুদে অসাধারণ কবিতা পাঠ করে এবং নাচও জানে। প্রসঙ্গত পরিবারের তরফ থেকে ফেসবুকে তাঁর কবিতা বলার ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে। এই ভিডিও নজরে আসে চ্যানেল কর্তৃপক্ষের, তারপর সেখান থেকে অডিশনের জন্য ডাকা হয় রায়ানকে।
সেন্ট লরেন্স স্কুলে দ্বিতীয় শ্রেণিতে ছাত্র রায়ান। এত ছোট বয়সে কী করে এত্ত ভালো অভিনয় করছেন রায়ান? অবাক হচ্ছেন দর্শকের একটি বড় অংশ।