চারিদিকে উৎসবের আমেজ। কিন্তু অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মনটা একটু খারাপ। কারণ সামনেই পূজা। কেউ ঘুরতে যাচ্ছেন আবার পূজার শপিং করছেন। একটু ভয়েই আছেন অভিনেত্রী। কারণ যদি সুস্থ না থাকেন? ১১ অক্টোবর থেকে পুজো শুরু আর ৬ অক্টোবর কেমো থেরাপি ঐন্দ্রিলার।
এইবছর পুজোর জন্য আফসোস নেই অভিনেত্রীর। ঐন্দ্রিলা শর্মা জানায়, “শরীর ভালো না থাকলে মজা তোলা থাকবে পরের বছরের জন্য। আর যদি সুস্থ থাকি? জমিয়ে উপভোগ। সব্যসাচী হলুদ রঙের একটি কুর্তি দিয়েছে। পুজোর দিনগুলো আমরা সারাক্ষণ একসঙ্গে থাকি”।
অভিনেত্রী আরও জানান, “অসুস্থতার কারণে এ বছর হুল্লোড়, ঠাকুর দেখা বন্ধ। বাড়িতেই জমিয়ে আড্ডা দেব। আর শরীর ভালো থাকলে একটা দিন খাসির মাংস হবে। কারণ ওটা আমার পছন্দের পদ। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ডাক্তারের নিষেধের জন্য খেতে পারি না”। অভিনেত্রী জানান, তিনি পুজো একটা দিন বাড়িতে থাকেন না। দেশের বাড়ি মুর্শিদাবাদে চলে যান। অভিনেত্রী জানায়, এইবছর যদি আনন্দ করতে না পারি তাহলে আসছে বছর সব হবে।
View this post on Instagram