নতুন ধারাবাহিকের জন্য কালের নিয়মেই বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় কিছু মেগা সিরিয়াল। প্রিয় সিরিয়াল আচমকাই বন্ধ হওয়ার খবরে মন খারাপ জানাচ্ছেন দর্শকেরা। স্টার জলসার সদ্য শেষ হয়েছে ‘বুলেট সরোজনী’। বন্ধ হওয়ার তালিকায় আরও একটি মেগা তেঁতুল পাতা। টিআরপি কারণেই বন্ধ করে দেওয়া হচ্ছে এই মেগা ধারাবাহিকগুলিকে।
তবে এবার কানাঘষো শোনা যাচ্ছে, স্টার জলসায় শুধু তেঁতুল পাতাই নয়, বন্ধের তালিকায় রয়েছে আরও এক জনপ্রিয় মেগা ধারাবাহিকের। যা নেটিজেন মধ্যে ভীষণ জনপ্রিয়। এই মেগার জুটিকে চোখে হারায় দর্শকেরা। ধারাবাহিকের বন্ধের খবরে মন ভাঙতে চলেছে সিরিয়ালপ্রেমীদের।
এবার চ্যানেলের নিশানায় রয়েছে স্টার জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘কথা’। হ্যাঁ, কথা ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে। এমনটাই শোনা যাচ্ছে সুত্রের খবরে। অভিনেত্রী সুস্মিতা দে এবং সাহেব চট্টোপাধ্যায়ের অভিনীত এই মেগা একসময় টিআরপির দুই-তিনে ঘোরেফেরা করত। তবে বর্তমানে কোনও ভাবেই ভালো টিআরপি পাচ্ছে না জলসার এই মেগা। তাই এই ধারাবাহিক বন্ধ করে দেওয়া নিয়ে কথাবার্তা চলছে। এবার দেখার বিষয় চ্যানেল কি সিদ্ধান্ত নেন।