ফের স্লট বদল! সময় পরিবর্তন হয়েও দর্শকের মন জয় করতে পারছে না তুবড়ি। মাত্র তিন মাসের মধ্যেই দু’বার স্লট বদল হল ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকের। সামনে এল জি-বাংলার নতুন ধারাবাহিক ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’র সম্প্রচারের সময়। যমুনা ঢাকি বিদায় নিলেই টিভির পর্দায় আসছে এই ধারাবাহিক।
তবে দর্শক ভেবেছিলেন হয়তো ‘যমুনা ঢাকি’র জায়গায় আসতে চলেছে শিশু কেন্দ্রিক এই ধারাবাহিক। কিন্তু সময় প্রকাশ্যে আসতেই হতবাক সকলে। ‘যমুনা ঢাকি’ নয় বরং ‘উড়ন তুবড়ি’র জায়গায় এল ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’। ৪ঠা জুলাই থেকে রাত ১০টায় দেখা যাবে এই ধারাবাহিক। তাহলে ‘উড়ন তুবড়ি’?
শোনা যাচ্ছে খারাপ টিআরপি থাকায় নির্মাতা আবারও ‘উড়ন তুবড়ি’ সিরিয়ালের সময় পরিবর্তন করছে। সম্ভবত ‘যমুনা ঢাকি’ টাইম স্লট অর্থাৎ রাত ১০.৩০ টায় দেওয়া হবে ‘উড়ন তুবড়ি’কে। গত ১৬ই মে সন্ধ্যা ৬টার স্লট থেকে সরিয়ে ১০ টার স্লটে দেওয়া হয়েছিল তুবড়ি’কে।
এবার থেকে গঙ্গারামের সঙ্গে প্রতিযোগিতা চলবে ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ এবং ‘বৌমা একঘর’-এর সঙ্গে টক্কর দেবে ‘উড়ন তুবড়ি’।