ইমন চক্রবর্তীর জনপ্রিয় গানে নাচলেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষের মা তথা শিল্পী পূর্ণিমা ঘোষ। তার নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও দেখে মুগ্ধ স্বয়ং ইমন। নিজেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন গায়িকা।
অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষের মা তথা শিল্পী পূর্ণিমা ঘোষ বয়স প্রায় ৮৩ বছর। এই বয়সে তার প্রতিভা দেখে হতবাক হচ্ছেন নেটিজেনরা। সম্প্রতি এক বুটিকের তরফ থেকে সেই ভিডিও সামনে আনা হয়েছে। এই বুটিকের কোনও একটি প্রোগ্রামে তাকে নৃত্য পরিবেশন করতে দেখা যায়।
ইমনের গাওয়া জনপ্রিয় লোকগান সোহাগ চাঁদে অসাধারণ নৃত্য পরিবেশন করেন পূর্ণিমা দেবী। ৮৩ বছর বয়সেও তার এক্সপ্রেশন দেখে অবাক হচ্ছেন সকলে।
ভিডিও শেয়ার করে ইমন লেখেন, ‘কী সুন্দর! চান্দ্রেয়ী আন্টিকে আমার প্রণাম জানাস।’