ফের নতুন ধারাবাহিকে চান্দ্রেয়ী! তবে কি মাঝপথেই ছাড়ছেন ‘রাঙামতি তীরন্দাজ’‌‌?

চান্দ্রেয়ী ঘোষ

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। যাকে এই মুহুর্তে দেখা যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’‌‌-এ। গল্পের ট্র্যাক অনুযায়ী ‘রাঙামতি’তে গুরুত্বপূর্ণ চরিত্রেই আছেন অভিনেত্রী। শুরু থেকেই দর্শকের ভালবাসায় টিআরপি তালিকায় দারুণ ফল করে এই ধারাবাহিক।

সূত্রের খবর, স্টার জলসায় নয়, এবার অন্য চ্যানেলের এক ধারাবাহিকে নতুন চরিত্রে দেখা যেতে চলেছে চান্দ্রেয়ীকে। তবে কি ‘রাঙামতি’তে আর দেখা যাবে না অভিনেত্রীকে? সেটা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে একসঙ্গে দুটি মেগাতেও দেখা যেতে পারে অভিনেত্রীকে।

জি বাংলার নতুন ধারাবাহিকে দেখা যেতে চলেছে চান্দ্রেয়ী ঘোষ কে। এই নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে থাকবেন রাহুল মজুমদার ও নবাগতা অভিনেত্রী সম্পুর্না রক্ষিত। ‘অনুরাগের ছোঁয়া’র পর এবার জি বাংলার নায়ক হয়ে ফিরছেন রাহুল।

এই মেগার গল্পে কেবল প্রেম নয়, এই ধারাবাহিকের পটভূমিতে থাকছে ‘রাজনীতি’। যদিও এখনও নাম চূড়ান্ত হয়নি ধারাবাহিকের। কিছুদিনের মধ্যেই শুরু হবে শুটিং। তবে শোনা যাচ্ছে, আর কিছু মাসের মধ্যেই এই ধারাবাহিক জি বাংলার পর্দায় দেখতে পাবেন দর্শক।