বাংলা সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন চাঁদনী সাহা। যিনি একাধিক ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করে থাকেন। দর্শকের কাছে ভীষণ পরিচিত মুখ তিনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হল তাকে।
দশমীর দিন অভিনেত্রী নিজের ফেসবুকে কিছু ছবি শেয়ার করে নেন দেবী বরণের। অবিবাহিত মেয়েদের দেবী বরণ এখন নতুন ফ্যাশন হয়ে উঠেছে। যা আগে চোখে পরত না। অবিবাহিত হয়ে চাঁদনীর দেবী বরণের ব্যাপারটি নেটিজেনরা মেনে নিলেও আরেকটি জিনিস একেবারেই মেনে নিতে পারছেন না কেউ।
ছবিতে দেখা গেছে চাঁদনী বিবাহিত নারীদের মতো সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা পরে দেবীকে বরণ করছেন অভিনেত্রী যা হিন্দু শাস্ত্রের বিপক্ষে।
অবিবাহিত হয়েও চাঁদনী কীভাবে সিঁদুর, শাঁখা পলা পড়ে মাকে বরণ করলেন এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন নেটিজেনরা। কমেন্ট বক্সে নেগেটিভ মন্তব্যে ভরে ওঠে। যদিও সেই সব কমেন্ট মুছে ফেলেছেন অভিনেত্রী।
চরম কটাক্ষের মুখে পড়ে অবশেষে মুখ খুলতে বাধ্য হন চাঁদনী। ফেসবুকে পোস্ট করে চাঁদনী লেখেন, “আমার বিয়ে হয়নি ।।আমি সিঁদুর খুব ভালোবাসি তাই পড়েছি ।সিরিয়াল করতে করতে হাজার বার পরেছি তাই আমার কিছু যায় আসে না ।। বিবাহিতরা অনেক সময় নাই পরতে পারে সেটা তাদের choice আর আমার বিয়ে হয়নি তাও পরেছি সেটাও আমার choice ।।।। বিয়ে হয়ে গেলে আবার হয়তো ইচ্ছে সেরকম নাও করতে পারে। you never know…মোট কথা সিঁদুর is a choice……এতো কথা বলতাম না ,,সবাই জিজ্ঞেস করছে তাই clear করলাম।” যদিও পোস্ট করার পর ফের রোষের মুখে পরতে হয় চাঁদনীকে। কেউ লেখেন, ‘সিঁদুর কখনো চয়েজ হতে পারে না।” তো কারো মতে, “অতিরিক্ত আধুনিক দেখাতে গিয়ে এই অবস্থা।”