ডিভোর্সি পুরুষকে বিয়ে! অহনার বিয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ পোস্ট অভিনেত্রীর মা চাঁদনীর

অহনা

আচমকাই বিয়ের ছবি পোস্ট করে গোপনে বিয়ের কথা প্রকাশ্যে আনেন। । ২০২৩ সালের ১৩ ডিসেম্বরই বিয়ে করে ফেলেছেন অনুরাগের ছোঁয়া’র মিশকা ওরফে অহনা দত্ত। এতগুলো দিন কেউ জানত না অহনা বিবাহিত।

মায়ের অমতেই ডিভোর্সি পুরুষের সাথে প্রেম করায় মায়ের সাথে অনেক আগেই সম্পর্ক নষ্ট হয়েছে অহনার। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল হয়েছিল। অহনার মা জানিয়ছিলেন, ডিভোর্সি প্রেমিকের জন্য মার খোঁজ রাখে না অহনা। আরেক দিকে অহনা তার মায়ের বিপক্ষে মন্তব্য করেছিলেন।

এদিকে অহনার বিয়ের ছবি ভাইরাল হওয়ার পরেই চাঁদনী গাঙ্গুলি তার ফেসবুকে লম্বা পোস্ট করেন। অভিনেত্রী মা লেখেন, ‘৮৪ লাখ যোনি পার করে আমাদের এই জন্মতারপর ও যদি কেউ অন্যের চোখের জলের কারণ হয়তাহলে ঘৃণার পাত্র হবার যোগ্যতাও যে তার হারিয়ে যায়’।

তার এই পোস্টের পর নেটিজেনদের বুঝতে বাকি নেই এই পোস্ট তার মেয়ে অহনার জন্য। যদিও চাঁদনী গাঙ্গুলি তার পোস্টে কারো নাম উল্লেখ করেনি।