‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম…’নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই গানের গায়ক হলেন বীরভূমের এক দরিদ্র বাদাম ফেরিওয়ালা ভুবন বাদ্যকর। এখন শুধু এই রাজ্যে নয় গোটা দেশে ছড়িয়ে পড়েছে তার গাওয়া গান। টলি-বলি থেকে শুরু করে তেলুগু ছবির সেলবরাও রিল বানাচ্ছেন এই বাদাম গানে।
বাদাম কাকু ভুবন বাদ্যকরের সঙ্গে দেখা করার জন্য বীরভূম জেলায় দেখা করতে আসেন অগণিত মানুষ। কিছুদিন আগেই রাজ্য পুলিশের তরফে সংবর্ধনা পেয়েছেন। সম্প্রতি ইলামবাজারের এক অনুষ্ঠানে হাজির ভুবনবাবু। আর সেখানে গিয়ে বড় সিধান্ত নেন তিনি।
সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে ভুবনবাবু জানান, “আমি এখন সেলিব্রেটি, আর বাদাম বেচব না। বাদাম বিক্রি করলে সবাই ঘিরে ধরবে, আর বাদাম বিক্রি হবে না”।
ইলামবাজারের সেই অনুষ্ঠানে ভুবন বাদ্যকরকে সংবর্ধনা দেওয়া হয়।তিন লক্ষ টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন তার একটাই স্বপ্ন গায়ক হওয়ার।