চিনতে পারছেন এই ছোট্ট খুদেকে? ছবিতে থাকা এই খুদে ইন্ডাস্ট্রির একজন হার্টথ্রব নায়ক

অভিনেতা প্রভাস

সোশ্যাল মিডিয়ায় এখন ভীষণভাবে ভাইরাল অভিনেতা অভিনেত্রীদের শৈশবের ছবি। ঠিক তেমনই আজকের আলচনার বিষয় উপরের এই ছবিটিকে ঘিরেই। ছবিতে থাকা এই ছোট্ট ছেলেটিকে চিনতে পারছেন? যদিও এই খুদে এখন অনেকটাই বড়।

এই খুদে টিভির পর্দায় একজন জনপ্রিয় সুপারস্টার। যার অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকে দর্শক। দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক ছবি, এই অভিনেতার হাত ধরেই ব্লকবাস্টার হয়েছে।

এবার নিশ্চই বুঝতে পারছেন, ছবিটি কার? ইন্ডাস্ট্রিতে তাকে একডাকে বাহুবলী নামেই চেনে সবাই। ইনি হলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার অভিনেতা প্রভাস। ইন্ডাস্ট্রিতে লড়াকু মানসিকতার জন্য প্রভাসের বরাবরের খ্যাতি।

‘ঈশ্বর’ ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন প্রভাস। শুরুতে সাফল্য না মিললেও ২০০৪ এ ‘বর্ষম ছবি’তে নজর কাড়ে প্রভাসের অভিনয়। শুরু হয় তার সাফল্য যাত্রা। এই ছবির জন্য ‘বেস্ট ইয়ং পারফর্মার’ পুরষ্কার পান প্রভাস। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে।

২০১৫ সালে মুক্তি পায় বাহুবলী। বাহুবলীর সিক্যুয়েলও এতটাই জনপ্রিয়তা এনেদিয়েছিল প্রভাসকে। তামিল, মালয়লম, হিন্দি , তিনটি ভাষায় ডাব করা হয় ছবিটি।

অভিনেতা প্রভাস