সোশ্যাল মিডিয়ায় খুললেই এখন বর্ধমানের নন্দিনী পরিশ্রমের কাহিনী। যার পুরো নাম মমতা গঙ্গোপাধ্যায়। ইউটিউবের ফুড ব্লগ থেকেই এখন সে জনপ্রিয় হয়ে উঠছে। এমবিএ পাশ করে নিজের চাকরি ছেড়ে বাবার-মায়ের পাশে দাঁড়াতে ফুটপাতে বাবার হোটেল সামলাচ্ছেন এই আধুনিক নারী। তাঁর কথা বলার ভঙ্গি, স্মার্টনেস দেখে সকলে তাঁকে ‘স্মার্ট দিদি’ বলেই ডাকেন।
রাস্তার ধারে তাঁর ছোট হোটেল এখন বড় বড় হোটেলকেও হার মানাচ্ছে। মাত্র ৩০ টাকার ভেজ থালি, ১০০ টাকার চিকেন থালি আর মটন ২০০ টাকায়, নজর কেড়েছেন এই নন্দিনী। তাঁর হাতের রান্নাও নাকি খুব সুস্বাদু। পথ চলতি মানুষ থেকে অফিসে স্টাফ এখন অফিস পাড়ার এই হোটেলে ভিড় জমাচ্ছে ‘স্মার্ট দিদি’র হাতে রান্না খেতে। একগাল হাসি নিয়ে ধোঁয়া ওঠা ভাত পরিবেশন করতে ব্যস্ত থাকেন সারাদিন। অক্লান্ত পরিশ্রমের পরও তাঁর মুখ সবসময় মিষ্টি হাসি দেখেই সবাই মুগ্ধ। এমনকি বাবা-মায়ের পাশে কীভাবে দাঁড়াতে হয় এই জেনারেশনকে শিখা দিচ্ছে সে।
সেই ‘স্মার্ট দিদি’ এবার ‘দিদি নং ১’-এর মঞ্চে। রচনা বন্দ্যোপাধ্যায়ের সামনে তুলে ধরবেন তাঁর লড়াইয়ের গল্প। এদিন মঞ্চে হাজির ছিলেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এদিন নন্দিনীকে রচনা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেন শুভশ্রীকে দেখলে তাঁর মনে কি গান বাজে। তখন ‘স্মার্ট দিদি’ দে না দে না’ গানটি গেয়ে ওঠেন। আর তিনি গাইতেই বাকিরা সকলে হেসে ওঠেন। আসলে এই হেডফোন কানে নিয়ে একটি খেলার অংশ।
‘দিদি নং ১’-এর মঞ্চে স্ট্রাগলার নন্দিনী দিদিকে দেখে বেজায় খুশি হয়েছেন নেটিজেনরা। আবার অনেকে কটাক্ষও করেছেন।
View this post on Instagram