সিরিয়াল শুরু হলে তা একদিন শেষ হবে। তবে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলে আশাহত হয় দর্শকেরা। যদিও বর্তমানে টিআরপি তালিকায় না জিততে পারলে জনপ্রিয়তা পেলেও সেই ধারাবাহিক অনিশ্চয়তা দেখা যায়।
আগেকার ধারাবাহিক টিআরপি উপর নির্ভর করত না, তাই জনপ্রিয়তা না পেলেও গল্প শেষ হওয়া পর্যন্ত টিভিতে দীর্ঘদিন ধরে সম্প্রচার হত। যুগ বদলেছে, সময় পাল্টেছে, পাল্লা দিয়ে পাল্টাচ্ছে বিনোদন জগতও। এখন টিআরপি শেষ কথা, তাই মাত্র ২/৩ মাসেই ধারাবাহিক কোনও মতে সমাপ্তি দেখানো হয়।
ঠিক যেমন এবার বন্ধ হল স্টার জলসার ‘বুলেট সরোজিনী’। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী দিয়া বসু। নায়কের চরিত্রে দেখা মিলেছিল অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বীর শর্মা।
প্রোমো দর্শকের মন জয় করলেও ধারাবাহিকের গল্প সেভাবে দর্শকের মন জয় করতে পারল না। গতকাল শেষ হয়েছে ধারাবাহিকের শুটিং। খুব সম্ভবত ৫ তারিখ পর্যন্ত পর্দায় সম্প্রচারিত হবে এই মেগা। চ্যানেলের আচমকা এরকম সিদ্ধান্ত মন খারাপ দর্শকের।