বড়সড় ক্ষতির মুখে টলিউড ইন্ডাস্ট্রি। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুরের ম্যাকনেল স্টুডিও। দাউদাউ করে জ্বলছে ফ্লোর। বর্তমানে এই স্টুডিওতে শুটিং চলে স্টার জলসার ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’র।
বিস্তারিত জানতে ধারাবাহিকের নায়ক অভিষেক বীর শর্মার সঙ্গে হিন্দুস্থান টাইমস বাংলা যোগাযোগ করায় অভিষেক জানান বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আগুন লাগে স্টুডিয়োয়। জানা যাচ্ছে, শর্ট সার্কিট হয়ে নাকি আগুন লেগেছে। তারপর ছড়িয়ে পড়ে সেই আগুন।
অভিষেকের কথায়, ‘কাল আমার তাড়াতাড়ি প্যাকআপ হয়ে গিয়েছিল। তবে শুধু আমার নয়, পুরো ইউনিটের তাড়াতাড়ি প্যাকআপ হয়ে যায় কাল। তবে আমাদের এক্সিকিউটিভ প্রোডিউসার সহ বেশ কয়েকজন হেড তখন আমাদের সেটে ছিলেন। কিন্তু আমাদের ফ্লোরে তেমন কিছু হয়নি।’
অভিষেক আরও জানান, ‘ওখানে সেই সময় যারা ছিলেন, তাদের ফোন করলে তারা বলেন, ‘পুরো শেষ হয়ে গিয়েছে, আর কিছু নেই।’এই ঘটনার জেরে শুক্রবার শ্যুটিং বন্ধ রাখা হয়েছে। তবে শনিবার থেকে ফের শ্যুটিং চালু হবে।
যদিও ‘বুলেট সরোজিনী’রং ফ্লোরে আগুন লাগেনি। এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে তার পাশের ফ্লোরে। যেখানে আগে জনপ্রিয় ধারাবাহিক ‘দুই শালিক’-এর শুটিং হতো।