“পকেটে মাত্র ২০ টাকা নিয়ে…একমাস পুলিশের তাড়া খেয়েছি পর্যন্ত”, চরম আর্থিক অভাব! কঠিন সময় নিয়ে মুখ খুললেন বুদ্ধদেব ভট্টাচার্য

বুদ্ধদেব ভট্টাচার্য

পর্দায় শিল্পীদের জীবন দেখলে মনে হয় সাফল্য বুঝি খুব সহজেই ধরা দেয়। কিন্তু ক্যামেরার আড়ালে কিছু বাস্তবতার গল্প ঠিক ততটাই কঠিন। এবার আর্থিক টানাপোড়েন, কাজের অনিশ্চয়তা, দিনের পর দিন লড়াই করে বেঁচে থাকার গল্প শোনালেন অভিনেতা বুদ্ধদেব ভট্টাচার্য।

একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করেছেন তিনি। মাঝে স্বল্প সময়ের জন্য ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে ‘সন্তু’র বাবার চরিত্রেও দেখা দেখা গেছে অভিনেতাকে।

৪০ বছর ধরে মঞ্চে অভিনেতা ও পরিচালক হিসেবে কাজ করে গেলেও সম্প্রতি নিজের জীবনের অজানা অধ্যায়ের কথা বলতে গিয়ে আবেগে ভেঙে পড়েন অভিনেতা।

অভিনেতা জানান, অভিনয়ের শুরুতে আর্থিক অভাবই ছিল নিত্যসঙ্গী। বুদ্ধদেব বাবুর কথায়, “পকেটে মাত্র ২০ টাকা ছিল। বালি ব্রিজে দাঁড়িয়ে বউকে সিঁদুর পরিয়েছিলাম। তারপর একমাস পুলিশের তাড়া খেয়েছি।”

আর্থিক অভাবের কারনেই পরিবারকে না জানিয়ে এভাবে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন অভিনেতা। আজকের অভিনেতার সাফল্যের পিছনে কতটা ত্যাগ আর না বলা কষ্ট লুকিয়ে রয়েছে সেই অধ্যায় আজও ভাবায় অভিনেতাকে।

Previous article100 টি সেরা ভ্রমণ নিয়ে উক্তি যা জীবনে অনুপ্রেরণা যোগাবে
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।